Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি

এগরায় বিজেপির পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচিরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর  ব্লকের মঞ্জুশ্রী অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হল “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি। এদিন…

 



  এগরায় বিজেপির পঞ্চায়েত এলাকায় তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর  ব্লকের মঞ্জুশ্রী অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হল “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি। এদিন সকালে মির্জাপুর মাচন্ডী মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন এগরা ২ ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার দুয়ারী। 

তিনি জানান, সারাদিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। তারপর দোঁবাধি, আড়িয়াপোতা, আলিপুর ও ভাটদায় জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন দুপুরে ভাটদা স্বপ্নেশ্বরী মন্দির প্রাঙ্গণে একটি পথসভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বাসিন্দাদের ডিসপ্লের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সাফল্যের রিপোর্ট কার্ড দেখানো হয়। পাশাপাশি উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে হাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল সভাপতি দিলীপ বর, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, এগরা ২ ব্লক সং্খ্যালঘু সেলের সভাপতি শেখ রেজাউল হোসেন, অঞ্চল তৃণমূলের সভাপতি প্রদীপ দাস, এগরা ১ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস, দলের ব্লক আইএনটিটিইউসি'র সভাপতি সুধাকান্ত বারিক, সংগঠনের জেলা  সহ-সভাপতি মির্জা নাসের হোসেন বেগ, সন্দীপ পাত্র, নির্মল পাত্র,  নিধুরাম গিরি, সুদীপ জিৎ, গোপাল চন্দ্র দাস, স্বপ্না দাস, নিমায় মন্ডল, চিত্ত মাইতি, অরুণ কুমার প্রামাণিক-সহ আরও অনেকে।

সভায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকের উপস্থিতিতে “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়।

No comments