হলদিয়া নাগরিক সমাজের উদ্যোগে মকর সংক্রান্তির পূর্ণরার্থীদের পরমান্য প্রদানহলদিয়া হুগলি নদীর তীরে সকাল থেকে মকর সংক্রান্তির যারা স্থানে এসেছিলেন তাদের হাতে পরমান্য তুলে দিলেন হলদিয়া নাগরিক সমাজ। হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ বিজলী…
হলদিয়া নাগরিক সমাজের উদ্যোগে মকর সংক্রান্তির পূর্ণরার্থীদের পরমান্য প্রদান
হলদিয়া হুগলি নদীর তীরে সকাল থেকে মকর সংক্রান্তির যারা স্থানে এসেছিলেন তাদের হাতে পরমান্য তুলে দিলেন হলদিয়া নাগরিক সমাজ। হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ বিজলী বলেন মকর সংক্রান্তি ভারতের এমন এক উৎসব একসঙ্গে ঋতু পরিবর্তন ফসল তোলার আনন্দ এবং আধ্যাত্মিক বিশ্বাসকে জুড়ে দেয়। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন থেকেই দেশের নানা প্রান্তে শুরু হয় নতুন আশা ও কৃতজ্ঞতার উদযাপন যদিও উৎসবের মূলভাব সর্বত্র একই তবুও বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি মেনে অনুষ্ঠিত হয় মকর সংক্রান্তি উৎসব। আজ পূর্ণ লগ্নে কপিলমুনি আশ্রমে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন তারা পূর্ণ স্থান করে বাবা কপিল মুনিকে পূজো দিয়ে অনেকে ফিরছেন আবার হলদিয়ার হুগলি নদী থেকে খেয়া পার হয়ে অনেকে গঙ্গাসাগরের দিকে যাত্রা করছেন যারা যেতে পারছেন না তারা হলদি নদীতে স্নান করে বাড়ি ফিরছেন তাদের হাতে আজ হলদিয়া নাগরিক সমাজের উদ্যোগে পরমান্য তুলে দিলাম।
No comments