Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হোটেলে খুন। খুনির অবিলম্বে দৃষ্টান্তমূলক দাবিতে তমলুক থানায় বিক্ষোভ

রামতারকে লাবণ্য হোটেলে খুন। খুনির অবিলম্বে দৃষ্টান্তমূলক দাবিতে তমলুক থানায় বিক্ষোভ সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সরস্বতী পূজোয় হোটেলে গিয়ে খুন ডেবরার গৃহবধূ  এবং স্কুল শিক্ষিকা। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত রামতারক…

 


রামতারকে লাবণ্য হোটেলে খুন। খুনির অবিলম্বে দৃষ্টান্তমূলক দাবিতে তমলুক থানায় বিক্ষোভ 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: 

সরস্বতী পূজোয় হোটেলে গিয়ে খুন ডেবরার গৃহবধূ  এবং স্কুল শিক্ষিকা। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত রামতারকে লাবণ্য হোটেলে মৃত শিক্ষিকার খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি,লাবণ্য হোটেল সহ সমস্ত জাতীয় সড়কের ধারে বার,হোটেল ও মদের দোকান বন্ধ করতে আজ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুক থানায় বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেত্রী প্রতিমা জানা, পুতুল দোলই,প্রতিমা অধিকারী প্রমুখ।

প্রসঙ্গত উল্লেখ্য, জেলার তমলুক থানার রামতারকহাটে হলদিয়া মেছেদা জাতীয় সড়কের ধারে লাবন্য হোটেল থেকে শিক্ষিকার দেহ উদ্ধার করে তমলুক থানার পুলিশ। মৃত শিক্ষিকার নাম সর্বানী ভৌমিক ঘড়া। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে। সর্বানীর বিয়ে হয়েছিলো পাঁশকুড়া থানার দক্ষিণ বড়হত গ্রামে। ১২ বৎসর আগে বিয়ে হয়েছিলো তার। শিক্ষিকা সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কয়েক বছর আগে গ্রামেরই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।  বিভিন্ন জায়গায় একাধিক গানের অনুষ্ঠানে দেখা যেত দুজনকে। মৃত সর্বানী ভৌমিক ঘড়ার বাড়ির লোকের অভিযোগ পরিকল্পিতভাবে সর্বানীকে খুন করা হয়েছে। মৃত সর্বানীর বাবা অভয় ভূঞার অভিযোগ তার মেয়ে সর্বানীকে পরিকল্পিত ভাবে হোটেলে ডেকে এনে খুন করা হয়েছে। সর্বানী পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেচোগ্রামে বেসরকারি স্কুলে অস্থায়ী শিক্ষিকা হিসেবে কাজ করতেন। সরস্বতী পূজোর দিন বাড়ি থেকে স্কুলে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন তিনি। রাত দশটার সময় বাবা অভয় ভূঞার সাথে সর্বানীর কথাও হয়। তার পর তাকে মোবাইলে আর পাওয়া যায়নি।রবিবার ভোরে তমলুক থানার পুলিশ শিক্ষিকার দেহ উদ্ধার করে।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে পাঠায়। তমলুক থানায় মৃত সর্বানীর বাবা অভয় ভূঞা পরিকল্পিত ভাবে খুনের মামলা রুজু করেছে।তমলুক থানার পুলিশ তদন্তে নেমেছে। গ্রেপ্তারি নিশ্চিত জেনে প্রেমিক কীটনাশক পান করে পুলিশের সামনে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ জানাচ্ছে, যুবককে ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। 

আরো উল্লেখ্য,গতকাল ওই হোটেলের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ সিল করে দিতে বাধ্য হয়। 



No comments