সতীশ সামন্ত চ্যারিটিবল ট্রাস্টের পরিচালনা বিনামূল্যে চক্ষু পরীক্ষাও ঔষধ ও চশমা বিতরণ শিবির কি বার্তা দিলেন চেয়ারম্যান প্রদীপচোখ থাকতে চোখের মন যত্ন নিন। চোখ অমূল্য সম্পদ তাই চোখের যে কোন সমস্যা হলেই অবিলম্বে ডাক্তারের পরামর্শ নি…
সতীশ সামন্ত চ্যারিটিবল ট্রাস্টের পরিচালনা বিনামূল্যে চক্ষু পরীক্ষাও ঔষধ ও চশমা বিতরণ শিবির কি বার্তা দিলেন চেয়ারম্যান প্রদীপ
চোখ থাকতে চোখের মন যত্ন নিন। চোখ অমূল্য সম্পদ তাই চোখের যে কোন সমস্যা হলেই অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। মৃত ব্যক্তির কর্নিয়া দান করে অন্ধ জনের চোখের আলো ফিরিয়ে দিন। সতীশ চন্দ্র সামন্ত ছিলেন মহিষাদল বিধানসভার অন্তর্গত গোপালপুর গ্রামে বসবাস করতেন, স্বাধীনতা সংগ্রামী এবং তমলুক লোকসভার প্রথম সাংসদ ছিলেন । মাত্র ১৫ বছর বয়সে গুরু স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর অনুপ্রেরণায় ব্রহ্মচর্য ব্রত গ্রহন করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করেছিলেন। আধুনিক তমলুকের রূপকার তিনি অকৃতদার সরল অনারম্বর সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত শিল্প শহর হলদিয়ার রূপকার। তারই নামাঙ্কিত সতীশ চন্দ্র সামন্ত চারিটি বুল ট্রাস্ট এর পরিচালনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষাও ঔষধ চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় ১৮৭ জন চক্ষু পরীক্ষা করান তার মধ্যে ১১৭ জনকে চশমা দেওয়া হবে চিহ্নিতকরণ করা হয়েছে ছানি কাটানোর জন্য প্রায় ২৩ জনের তালিকা প্রস্তুত হয়েছে এবং ঔষধ দেওয়া হয়েছে প্রায় ৬৩ জনকে কাটানো হবে বিনা পয়সায়। জানালেন সতীশচন্দ্র সামন্ত চারিটিবল ট্রাস্টের চেয়ারম্যান প্রদীপ কুমার বিজলী। তিনি বলেন হলদিয়া বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের ক্যাম্প করে এলাকার মানুষদের বিনা পয়সায় চশমা এবং ছানি কাটানোর বন্দোবস্ত আমরা করব। আজকের সুতাহাটা বড় কৃষ্ণনগর হাই স্কুলের ক্যাম্প অনুষ্ঠিত হয়।

No comments