গেঁওয়াখালী জল প্রকল্প শ্রমিকদের অবস্থান বিক্ষোভ পুলিশের হস্তক্ষেপে সমাধান হতে চলেছে
দীর্ঘ কয়েক মাস ধরেই চলছে সিওডি করার দাবিতে গেঁওখালি জলপ্রকল্প শ্রমিকদের অবস্থানন বিক্ষোভ। শ্রম দপ্তরে প্রায় ২৬ বার বসা হয়েছে শ্রমিক এবং কর্তৃপ…
গেঁওয়াখালী জল প্রকল্প শ্রমিকদের অবস্থান বিক্ষোভ পুলিশের হস্তক্ষেপে সমাধান হতে চলেছে
দীর্ঘ কয়েক মাস ধরেই চলছে সিওডি করার দাবিতে গেঁওখালি জলপ্রকল্প শ্রমিকদের অবস্থানন বিক্ষোভ। শ্রম দপ্তরে প্রায় ২৬ বার বসা হয়েছে শ্রমিক এবং কর্তৃপক্ষকে নিয়ে কিন্তু সমাধান হয়নি। চলছিল তাদের অবস্থান বিক্ষোভ। আজ সকালে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। প্রতিদিনের মতোই শ্রমিকরা গেটে তারা অবস্থার বিক্ষোভে ছিলেন জানা যায় কর্তৃপক্ষ জোর করে এই অবস্থান বিক্ষোভ তুলতে আসে তার ফলেই সমস্যা হয় শ্রমিক এবং কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে মহিষাদল থানার পুলিশের হস্তক্ষেপে মিটতে চলেছে তাদের এই বিক্ষোভ অবস্থান। আগামী ১০ই ফেব্রুয়ারির মধ্যে শ্রমিক ও কর্তৃপক্ষ এবং ইউনিয়ন ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে এই সমাধান মিটবে আশ্বাস দিয়েছেন পুলিশ। আজকে সকল শ্রমিকদের সামনে এই প্রস্তাবে কিছুটা শ্রমিকদের মুখে হাসি ফুটেছে।
No comments