Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তিন থানায় ডিজিটাল মালখানার শুভ উদ্বোধন ও মোবাইল উদ্ধার

জেলার তিন থানায় ডিজিটাল মালখানার শুভ উদ্বোধন ও মোবাইল উদ্ধারপূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল পূর্ব মেদিনীপুর জেলা। ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার  জেলার তিনটি থানায় আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল মালখানা…

 



জেলার তিন থানায় ডিজিটাল মালখানার শুভ উদ্বোধন ও মোবাইল উদ্ধার

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল পূর্ব মেদিনীপুর জেলা। ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার  জেলার তিনটি থানায় আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল মালখানা’ বা ‘ই-মালখানা (e-Malkhana)’ ব্যবস্থার শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার (SP) মিতুন কুমার দে।

এদিন যথাক্রমে ভগবানপুর, পটাশপুর ও এগরা—এই তিন থানায় একযোগে ই-মালখানা ব্যবস্থার সূচনা করা হয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে থানায় বাজেয়াপ্ত হওয়া কিংবা জমা থাকা সমস্ত সামগ্রীর তথ্য এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে। ফলে পুরনো নথি বা সামগ্রী খুঁজে বের করার ঝক্কি কমবে, এক ক্লিকেই মিলবে প্রয়োজনীয় সমস্ত তথ্য। এতে প্রশাসনিক স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই কাজের গতিও হবে আরও দ্রুত বলে পুলিশ সূত্রের খবর। 

মানবিক উদ্যোগ: উদ্ধার হওয়া মোবাইল ফেরত।

উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এদিন জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় এক বিশেষ মানবিক উদ্যোগ। ভগবানপুর, পটাশপুর ও এগরা থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করেছিল পুলিশ। এদিন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে স্বয়ং সেই উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পরে হারানো ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ।

পুলিশের বার্তা

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে এবং কাজের গতি বাড়াতে ডিজিটাল মালখানা ব্যবস্থা অত্যন্ত কার্যকর। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং হারানো সম্পত্তি উদ্ধারে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।

এদিনের এই কর্মসূচিতে জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক যথাক্রমে কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) শ্যামল কুমার মন্ডল, এগরার এসডিপিও আবানুর হোসেন,  এগরার সিআই অতীন্দ্র নাথ দত্ত, এগরার আইসি বৈদ্যনাথ দাস, ভগবানপুরের ওসি প্রলয় চন্দ, পটাশপুরের ওসি আবুল মার্জান এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

No comments