ভেনেজুয়েলার উপর মার্কিন সামরিক আক্রমণের প্রতিবাদে মেছেদাতে বিক্ষোভসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : সম্প্রতি স্বাধীন সার্বভৌম দেশ ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদের শিরোমনি ট্রাম্পের নেতৃত্বে আক্রমণ নামিয়ে এনে আন্তর্জাতিক আইন…
ভেনেজুয়েলার উপর মার্কিন সামরিক আক্রমণের প্রতিবাদে মেছেদাতে বিক্ষোভ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : সম্প্রতি স্বাধীন সার্বভৌম দেশ ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদের শিরোমনি ট্রাম্পের নেতৃত্বে আক্রমণ নামিয়ে এনে আন্তর্জাতিক আইন কানুনকে লংঘন করে সস্ত্রীক প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করার প্রতিবাদে বিশ্বজুড়েই জনতা পথে নেমেছে। ৬ জানুয়ারী এসইউসিআই (কমিউনিস্ট)দলের উদ্যোগে মেছেদা শহরে বিক্ষোভ মিছিল ও ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয়। মেচেদা পাঁচ মাথার মোড়ে ট্রাম্পের কুশপুতুলে অগ্নিসংযোগ করেন দলের জেলা নেতৃত্ব তথা মেচেদা লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস। সুব্রতবাবু বিনা শর্তে মাদুরোর মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার এবং মার্কিন সাম্রাজ্যবাদের প্রতি ঘৃণা জাগিয়ে স্বাধীনতাকামী মানুষদের পথে থাকার বার্তা দেন।

No comments