বাজার কমিটির উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির চোখ অমূল্য সম্পদ তাই চোখ থাকতে চোখের যত্ন নেওয়া দরকার চোখের আলো চলে গেলে অন্ধত্বে নেমে আসে সারাটা জীবন। চোখের যত্ন নেওয়া এবং ছানি অপারেশন এবং বিনামূল্যে চশমা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল …
বাজার কমিটির উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির
চোখ অমূল্য সম্পদ তাই চোখ থাকতে চোখের যত্ন নেওয়া দরকার চোখের আলো চলে গেলে অন্ধত্বে নেমে আসে সারাটা জীবন। চোখের যত্ন নেওয়া এবং ছানি অপারেশন এবং বিনামূল্যে চশমা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল শিল্প শহর হলদিয়া টাউনশিপ।
২৭ ডিসেম্বর সকাল থেকে হলদিয়া মোহানা মার্কেট প্রগ্রেসিভ বাজার কমিটির উদ্যোগে এলাকার মানুষদের বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন এবং বিনামূল্যে চশমা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শিবিরে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। সেখান থেকে প্রায় ২০ জন ছানী অপারেশনের জন্য চিহ্নিতকরণ করা হয়, প্রায় ৫০ জন কে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। জানালেন বাজার কমিটির সম্পাদক স্বপন কুমার মাইতি।

No comments