Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৬তম শ্রম দপ্তরে বৈঠক করে সমাধান হল না অবশেষে শ্রমিক সংগঠনের দলীয় পতাকা নিয়ে গেঁওয়াখালি জল প্রকল্পের গেটে বিক্ষোভ কটাক্ষ বিজেপি!

২৬তম শ্রম দপ্তরে বৈঠক করে সমাধান হল না অবশেষে শ্রমিক সংগঠনের দলীয় পতাকা নিয়ে গেঁওয়াখালি জল প্রকল্পের গেটে বিক্ষোভ কটাক্ষ বিজেপি! দীর্ঘ প্রায় দু বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি।কর্তপক্ষকে বার বার বলার পরে শ্রমিকদের আবেদনে সাড়া না …

 

২৬তম শ্রম দপ্তরে বৈঠক করে সমাধান হল না অবশেষে শ্রমিক সংগঠনের দলীয় পতাকা নিয়ে গেঁওয়াখালি জল প্রকল্পের গেটে বিক্ষোভ কটাক্ষ বিজেপি!

 দীর্ঘ প্রায় দু বছর ধরে শ্রমিকদের সিওডি হয়নি।কর্তপক্ষকে বার বার বলার পরে শ্রমিকদের আবেদনে সাড়া না মেলায় সকাল থেকে মহিষাদল ব্লকের গেঁওখালীতে জল প্রকল্পের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কর্মরত শ্রমিকরা। ইউনিয়নের সম্পাদক পূর্ণেন্দু গিরি, বিকাশ জানা জানান , "  গত ২০২৩ সালে ৩১ ডিসেম্বর সিওডি হয়েছিলো। তারপর একাধিকবার সিওডির আবেদন জানানো হলেও তার সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ সমিল হতে হয়েছে। গত ২৬ শে নভেম্বর বৈঠকে সিদ্ধান্ত হয়েছিলো। কিন্তু সেই বৈঠকের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়নি। কর্তৃপক্ষ যদি আমাদের আবেদনের মান্যতা না দেয় তাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের বিক্ষোভ চলতে থাকবে। তিনি আরো বলেন যারা বয়সের ভারাক্রান্তে অবসর নিচ্ছেন তাদের গেচুইটি পেনশন কোন কিছুই দিচ্ছে না। বর্তমানে পরিষেবা চালু রেখে বিক্ষোভ চলছে।পরে কাজ বন্ধ,আমরণ  বিক্ষোভ চলবে।"   স্থানীয় তৃণমূল বিধায়ক তথা ইউনিয়নের সভাপতি তিলক চক্রবর্তী জানান, " শ্রমিকদের বেতন বৃদ্ধি হোক আমরাও চেস্টা করছি। আমরা শ্রমিক ও কর্তপক্ষদের নিয়ে বৈঠক করেছিলাম। বেতন বৃদ্ধি কথা বলা হয়। তারপর আবার শ্রমিকদের কেনো বর্ধিত বেতন দেওয়া হচ্ছে না তা খতিয়ে দেখতে হবে। কর্তৃপক্ষ যখন শ্রমিকদের কথা শুনছে না তখন বিষয়টি শ্রম দপ্তরে জানানোর কথাও শ্রমিকদের জানাই। তারপরেও দিনের পর দিন শ্রমিক অসন্তোষ।" তমলুক সাংগঠনিক জেলা বিজেপির জেলা কমিটির সদস্য বিশ্বনাথ ব্যানার্জি জানান, " তৃণমূল মানেই কাটমানির দল। সেই দলের বিধায়কের মদতেই শ্রমিকরা তাদের প্রকৃত বেতন থেকে বঞ্চিত রয়েছে।"সংবাদ মাধ্যমের সামনে যে পরিসংখ্যান তুলে ধরলেন যা শুনলেও আপনি অবাক হয়ে যাবেন।

No comments