Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিপিআইএমের উদ্যোগে রিলে পদযাত্রা!

সিপিআইএমের উদ্যোগে রিলে পদযাত্রা!
 আজ সিপিআই(এম)'র রিলে পদ্ধতিতে টাউনশিপ দত্তেরচক থেকে দুর্গাচক সিপিটি মার্কেট পর্যন্ত হলদিয়া পৌরসভার অন্তর্গত ২৯ টি ওয়ার্ডের বুথে বুথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিলে পদ্ধতিতে পদযাত্রা সংগঠিত …


সিপিআইএমের উদ্যোগে রিলে পদযাত্রা!


 আজ সিপিআই(এম)'র রিলে পদ্ধতিতে টাউনশিপ দত্তেরচক থেকে দুর্গাচক সিপিটি মার্কেট পর্যন্ত হলদিয়া পৌরসভার অন্তর্গত ২৯ টি ওয়ার্ডের বুথে বুথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিলে পদ্ধতিতে পদযাত্রা সংগঠিত হয়। বন্দরসহ হলদিয়া শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করতে, নদীর সংস্কার সহ পরিবেশ বাঁচাতে, ভগ্ন দশা রাস্তাগুলি পুনঃ সংস্কার করতে, কারখানায় কারখানায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি না করে, তৃণমূল কংগ্রেস ও বিজেপি, ধর্মীয় বিভাজন করে হলদিয়ার ধর্ম নিরপেক্ষতা ও সম্প্রীতি ধ্বংস করছে, হলদিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত করার দাবিসহ এলাকার জলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ পদযাত্রা শত শত শ্রমিক কর্মচারী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।বাংলা বাঁচাও যাত্রায় অংশগ্রহণ করেন সিপিআইএম নেতৃত্ব পরিতোষ পট্টনায়ক, লক্ষীকান্ত সামন্ত, অচিন্ত্য শাসমল, রিনা পাহাড়ি প্রমূখ।

No comments