Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আশা কর্মী ইউনিয়ন গত ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্ম বিরতি'র ডাক

আশা কর্মী ইউনিয়ন গত ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্ম বিরতি'র ডাক
 পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন গত ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্ম বিরতি'র ডাক দিয়েছে। তাদের দাবী-  আশা কর্মীদের ন্যুনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন প্রদান, উৎসাহ ভা…

 


আশা কর্মী ইউনিয়ন গত ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্ম বিরতি'র ডাক


 পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন গত ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্ম বিরতি'র ডাক দিয়েছে। তাদের দাবী-  আশা কর্মীদের ন্যুনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন প্রদান, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মী'র পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান, বছরে ২৪ টি ছুটি,সহ ৮ দফা দাবীতে  এই কর্ম বিরতি। 

সারা রাজ্যের সাথে এই কর্ম বিরতিতে অংশ নিয়েছেন দাসপুর ১ও ২ ব্লক, ঘাটাল ব্লক, চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের আশাকর্মীগণ। দাসপুর ১ও ২ ব্লকের আশাকর্মীগণ দাসপুর জমায়েত হয়ে মিছিল ও সভা করেন। প্রায় শতাধিক আশা কর্মী উপস্থিত ছিলেন। ঘাটাল ব্লকের আশাকর্মীগণ বরদা চৌকানে প্রতীকী পথ অবরোধ করেন। চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের আশা কর্মীগণ ক্ষীরপাই এ সভা ও মিছিল করেন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সভাপতি কৃষ্ণা প্রধান এই কর্ম বিরতি চলতেই থাকবে যতদিন না দাবীগুলো আদায় হয়।

 অস্বাভাবিক কাজের বোঝা চাপানোর প্রতিবাদে,চার মাসের ইন্সেন্টিভ এবং এক বছরের পি.এল.আই.এর টাকা না পাওয়া,মাসিক ভাতা ১৫,০০০,কর্মরত অবস্থায় আশাকর্মী মারা গেলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আশাকর্মীদের বিভিন্ন  দাবীতে গত ২৩ শে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আশাকর্মীদের কর্মবিরতি চলছে। আজ বুধবার সেন্টারে আশাকর্মীদের যাওয়ার কথা। কর্মবিরতির কারণে আশাকর্মীরা সেন্টারের না গিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি নেয়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে প্রায় ৫ শতাধিক আশাকর্মী মিছিল করে সি এম ও এইচ অফিসে  অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করে। কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদিকা ইতি মাইতি ও মানসী দাস,সভানেত্রী শ্রাবন্তী মন্ডল,রাজ্য কমিটির সদস্যা সুদেষ্ণা দাস,অনিমা আদক বেরা প্রমুখ।  ইতি মাইতি বলেন "যতদিন না দাবি আদায় হয়, ততদিন কর্মবিরতি চলবে। আগামী  ২৬ শে ডিসেম্বর ব্লকে ব্লকে প্রচার চলবে। আগামী ২৯শে ডিসেম্বর তমলুক শহরে কর্মবিরতির সমর্থনে মিছিল  হবে। সমস্ত আশাকর্মীদের তমলুকে যাওয়ার আবেদন জানান।

No comments