হলদিয়ার প্রবেশদ্বার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ড্রাইভার!প্রতিনিয়ত চলছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পথ নিরাপত্তা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। প্রতিটি মোড়েতেই গাড়ি নিরন্তন করার জন্য রয়েছে ট্রাফিক …
হলদিয়ার প্রবেশদ্বার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ড্রাইভার!
প্রতিনিয়ত চলছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পথ নিরাপত্তা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। প্রতিটি মোড়েতেই গাড়ি নিরন্তন করার জন্য রয়েছে ট্রাফিক পুলিশ । হলদিয়া ব্রজলালচক খুবই ব্যস্ততম মোড়। স্কুল কলেজ অফিস এবং নৃত্য প্রয়োজনে প্রতি নিয়ত যানজট লেগেই থাকে। বালুঘাটা থাকে এবং চৈতন্যপুরে যেতে কোটি টাকায় খরচা করে তৈরি হয়েছে সুন্দর রাস্তা কিন্তু রাস্তার সংকোচন হওয়ার জন্য এবং বর্তমানে ট্রাফিক সিগন্যাল পড়ে গেলে প্রায় আধঘন্টা দাঁড়িয়ে যেতে হয় পথযাত্রীদের। রানিচক থেকে কোলাঘাট জাতীয় সড়ক বিভিন্ন চৌমোড় সম্প্রসারণ হয়েছে কেবলমাত্র ব্রজলালচক হাই রোড সম্প্রসারণ হয়নি। রাস্তার উপরেই দোকান বিভিন্ন সময় দাঁড়িয়ে রয়েছে ছোট গাড়ি থেকে বড় গাড়ি। হলদিয়ার আইকনিক গেট যেখানে ছিল প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকে নো পার্কিং জোন ঘোষণা সত্ত্বেও বালি চিপস এবং ডাম্পার দাঁড়িয়ে থাকে। আজ ২রা ডিসেম্বর সকালেই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি বালির গাড়ি হলদিয়াগামী গ্যাসট্রাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে বালির গাড়ির পিছনে ধাক্কা মারে তৎক্ষণাৎ এলাকার মানুষ গ্যাস টাংকার ড্রাইভারকে দুর্গাচক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ড্রাইভারকে মৃত বলে ঘোষণা করেন। কিছু সময়ের জন্য ব্রজলালচক হাই রোড মোড় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। সূত্রে জানা যায় ঘাতক গাড়ি কে আটক করেছে ভবানীপুর থানার পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে নিয়ে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।

No comments