আন্তঃ ক্লাব জেলা যোগাসন প্রতিযোগিতাসাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষা চিকিৎসা মূলক স্বাস্থ্য লব্ধ যা প্রাচীন ভারতের মুনি ঋষিদের যোগের দ্বারা চিকিৎসা মূলক ব্যবহার করতেন। হলদিয়া তথা পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেক মানুষকে স্বাস্থ্য স…
আন্তঃ ক্লাব জেলা যোগাসন প্রতিযোগিতা
সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষা চিকিৎসা মূলক স্বাস্থ্য লব্ধ যা প্রাচীন ভারতের মুনি ঋষিদের যোগের দ্বারা চিকিৎসা মূলক ব্যবহার করতেন। হলদিয়া তথা পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেক মানুষকে স্বাস্থ্য সচেতন করার উদ্দেশ্যে হলদিয়া আইওসি ক্লাবে সকাল ন'টা থেকে জেলার যোগাসনে প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা দের অংশগ্রহণের মাধ্যমিক আন্ত ক্লাব জেলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হলদিয়ার বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। জানালেন হলদিয়া ক্রিয়েটিভ যোগা একাডেমী সভাপতি চন্দন দাস ও প্রসেনজিৎ রায়।

No comments