Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পুরসভা কার হাতে, জল্পনা শুরু নানা মহলে

হলদিয়া পুরসভা কার হাতে, জল্পনা শুরু নানা মহলে!হলদিয়া হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বদলি হতেই হলদিয়া পুরসভার দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে শিল্পশহরে জোর চর্চা শুরু হয়েছে। সুপ্রভাতবাবু ঘাটালের এসডিও বদলি হয়েছেন। একইসঙ্গ…

 




হলদিয়া পুরসভা কার হাতে, জল্পনা শুরু নানা মহলে!

হলদিয়া হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বদলি হতেই হলদিয়া পুরসভার দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে শিল্পশহরে জোর চর্চা শুরু হয়েছে। সুপ্রভাতবাবু ঘাটালের এসডিও বদলি হয়েছেন। একইসঙ্গে হলদিয়ার পুর প্রশাসকের দায়িত্বেও ছিলেন তিনি। হলদিয়ার নতুন এসডিও হচ্ছেন তীর্থঙ্কর বিশ্বাস। তিনি পূর্ব বর্ধমান সদরের (উত্তর) এসডিও ছিলেন। নতুন এসডিও হলদিয়া পুরসভার কাজ চালিয়ে যাবেন, না কি নয়া পুর প্রশাসক বোর্ড তৈরি হবে, তা নিয়ে জল্পনা চলছে। বিধায়ক তাপসী মণ্ডলকে সামনে রেখে পুর প্রশাসক বোর্ড গঠন করতে পারে রাজ্য সরকার, এমন সম্ভবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সহ দু'তিন জনের প্রশাসক বোর্ড তৈরি হতে পারে, এমন জল্পনা শুরু হয়েছে। সেই প্রশাসক বোর্ডে প্রাক্তন পুর চেয়ারম্যান বা পুর পারিষদদের রাখা হবে কিনা, তা নিয়েও চর্চা চলছে।এসডিওর পরিবর্তে হলদিয়া পুর প্রশাসক বোর্ড গঠন হচ্ছে কিনা, এনিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি শিল্পমহলেও আলোচনা চলছে।

হলদিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, মহকুমাশাসক হিসেবেই সুপ্রভাত চট্টোপাধ্যায়কে পুর প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। সেজন্য যিনি নতুন এসডিও হবেন, তিনিই পুরপ্রশাসকের দায়িত্ব নেবেন। এরপর রাজ্য সরকার হলদিয়ায় পুর প্রশাসক বদলায় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে সবাই। ২০২২সালের ৫ সেপ্টেম্বর পঞ্চম পুর বোর্ডের মেয়াদ শেষের পর এসডিওকে পুর প্রশাসকের দায়িত্ব দেয় রাজ্য। কার্যত নজিরবিহীনভাবে পুর প্রশাসকই তিন বছরের বেশি সময় ধরে পুরসভা পরিচালনা করেন। পঞ্চম পুর বোর্ড তৈরির আগে একবার কয়েক মাসের জন্য তৎকালীন এসডিওকে নিয়ে দু'সদস্যের পুর প্রশাসক বোর্ড তৈরি হয়েছিল। সে বার সাংসদ দিব্যেন্দু অধিকারী ওই বোর্ডে ছিলেন। ফলে প্রশাসন ও জনপ্রতিনিধি উভয় মিলে প্রশাসক বোর্ড তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলের বক্তব্য, কয়েকমাস পর বিধানসভা নির্বাচন। এসডিওর পুর প্রশাসক হওয়া নিয়ে শাসক দল তৃণমূলের অন্দরের প্রথম থেকে অসন্তোষ ও গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। হলদিয়ায় লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়ে শাসকদল। এই পরিস্থিতিতে ২০২৬সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে রাজ্য। বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে। তাকেই মুখ করে হলদিয়ায় বিজেপিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। তবে এনিয়ে দলের অন্দরে আদি নব্যের কোন্দল মাথা চাড়া দিয়েছে। রাজনৈতিক মহলের ধারনা, হলদিয়ায় শাসকদলের অন্দরে ভারসাম্য আনতে পুরসভায় নতুন প্রশাসক বোর্ড তৈরি করা হতে পারে। আদি নব্যের মিশেলে সেই বোর্ডে কাদের ঠাঁই হবে তা নিয়ে জল্পনা রয়েছে। বিধায়ক তাপসী মণ্ডল বলেন, রাজ্য সরকার হলদিয়ার উন্নয়নের জন্য ভাবনাচিন্তা করছে। কাদের দায়িত্ব দিয়ে কীভাবে কাজ হবে সরকার সেই চিন্তা করছে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মণ্ডল বলেন, হলদিয়ার সামগ্রিক উন্নয়নে সরকারের নিশ্চয়ই ভাবনা রয়েছে। হলদিয়া পৌরসভা পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জী প্রায় সাড়ে তিন বছর দায়িত্বে ছিলেন তিনি ইতিমধ্যে ঘাটাল এসডিওর দায়িত্ব গ্রহণ করেছেন কিন্তু হলদিয়া এসডিও দায়িত্ব এখনো গ্রহণ করেননি সূত্রে জানা যায় তোমান এসডিও তীর্থঙ্কর বিশ্বাস মা প্রয়াত হওয়াতে তিনি এখনো আসেননি তবে কবে আসবে কবে দায়িত্ব গ্রহণ করবে সে নিয়েও এলাকার মানুষের মধ্যে গুঞ্জন রয়েছে।

No comments