স্ত্রীকে কেরোসিন তেল ছিটিয়ে মেরে ফেলার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হলদিয়া মহাকুমার আদালতস্ত্রীকে কেরোসিন তেল গায়ে ছিটিয়ে প্রাণে মারার চেষ্টা ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম থানার অন্তর্গত হাবিব বার গ্রামে। সূত্রে জানা যায় …
স্ত্রীকে কেরোসিন তেল ছিটিয়ে মেরে ফেলার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হলদিয়া মহাকুমার আদালত
স্ত্রীকে কেরোসিন তেল গায়ে ছিটিয়ে প্রাণে মারার চেষ্টা ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম থানার অন্তর্গত হাবিব বার গ্রামে। সূত্রে জানা যায় ২০০১ সালে নন্দীগ্রাম থানা হাবিব গ্রামে আজগর খানের কন্যার হাসিনা বেগমের হরফে হাসমা খাতুনের সঙ্গে গদাই বলবাড় গ্রামে শেখ রাজুর বিবাহ হয়েছিল। বিবাহের কিছুদিন পর থেকেই শেখ রাজু তাঁর শ্বশুর বাড়ির পাশাপাশি তার শ্বশুরের দেওয়া জায়গা ঘর তৈরি করে সেখানেই তারা বসবাস করতেন। বিবাহিত জীবনে তার দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শেখ রাজু তার স্ত্রীর উপর প্রায় শারীরিক মানসিক নির্যাতন করতো ঝগড়া অশান্তি লেগেই থাকতো এবং রাজু তার স্ত্রীকে হুমকি দিত গত ২রা মার্চ ২০২০ রাত্রি 11:30 মিনিট নাগাদ ঝগড়া চলাকালীন স্ত্রীর গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার রাজু পলায়ন করে। চিৎকার করতে করতে পুকুরে গিয়ে ভিজে বস্তা গায়ে জড়িয়ে নেয় চিৎকার শুনে হাসিনার ভাই এবং প্রতিবেশীরা এসে হাসিনাকে প্রথমে নন্দীগ্রাম এস এস হাসপাতালে ভর্তি করে। সেখানেই নন্দীগ্রাম থানার পুলিশ খবর পেয়ে হাসিনা জবানবন্দী রেকর্ড করে। পরে হাসিনাকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত ৯ই মার্চ ২০২০ হাসিনা বেগম ওরফে হাসনা খাতুন মারা যায়। হাসিনার ভাই আলমগীর খানের অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম থানার মামলা রুজু হয়। ভারতীয় দণ্ডবিধি আইনে ৪৯৮এ, ৩২৬ এবং ৩০৭ ধারা মতে হাসিনা মারা যাওয়ার পরে ভারতীয় দণ্ডবিধি আইনের ২০২ ধারা যুক্ত হয়। নন্দীগ্রাম থানা পরিবর্তন হলেও ২৮ জানুয়ারি২০২১ রাজুর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে এই মামলায় মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। হলদিয়া মহকুমার আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সত্যজিৎ মাইতি শেখ রাজুকে ভারতীয় দণ্ডবিধি আইনে ৩০২ ধারা দোষী সাব্যস্ত করেন । আজ ভারতীয় দণ্ডবিধি আইনে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস সশ্রম কারাদণ্ড। সংবাদ মাধ্যমে জানালেন সরকার পক্ষীর আইনজীবী সোমনাথ ভূঁইয়া।
No comments