Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার ক্ষুদিরাম মেলায় বিশেষ আকর্ষণ---- সুদীপ নস্কর!

হলদিয়ার ক্ষুদিরাম মেলা প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে!আর কয়েকদিন পরেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন। শহর হলদিয়া ক্ষুদিরাম বসুর নামাঙ্কিত ক্ষুদিরাম জন্ম শতবর্ষ জন্ম উৎসব কমিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই মেলা  প্রায় …

 


হলদিয়ার ক্ষুদিরাম মেলা প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে!

আর কয়েকদিন পরেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন। শহর হলদিয়া ক্ষুদিরাম বসুর নামাঙ্কিত ক্ষুদিরাম জন্ম শতবর্ষ জন্ম উৎসব কমিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই মেলা  প্রায় ৩৩ তম বর্ষে পদার্পণ করবে বিশেষ আকর্ষণ পুতুল নাচ ব্রেক ডান্স নাগরদোলা বইমেলা খাদ্য মেলা শিশু মেলা স্বাদের বর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প মেলা মেলার জন্য ইতিমধ্যে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। তবে মেলার এবারের বিশেষ আকর্ষণ থাকছে। এই প্রথম মানুষ দেখতে পাবে জলপরী। জল পরীকে দেখার জন্য ইতিমধ্যে বহু মানুষ মেলা প্রাঙ্গনে যাতায়াত শুরু করেছেন তবে ৩রা ডিসেম্বর বিকাল দুটোয় সুসজ্জিত প্রভাত ফেরীর মধ্য দিয়ে এই মেলা আত্মপ্রকাশ ঘটবে চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। মেলায় বিভিন্ন দিন যেমন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান বলিউড টলিউড শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলার প্রতিষ্ঠাতা প্রয়াত স্বপন নস্কর যার হাত ধরেই এই মেলা শুরু হয়েছিল গত 2023 এ ১৩ই ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছিলেন । তারই মৃত্যু দিবসে এলাকার দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হবে শীতের পোশাক এবং বস্ত্র এবং মুহুর্ষ রুগী এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য মাদার ফাউন্ডেশন সহযোগিতা রক্তদান শিবি র ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মেলা প্রাঙ্গণে থাকবে যেমন বিনোদনমূলক অনুষ্ঠান তারি সাথে মুমূর্ষু রোগী থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবিরে সকলকে এই মহান রক্তদান শিবিরে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করলেন মেলা কমিটির যুগ্ম সম্পাদক জহর দাস এবং অমিত প্রামানিক,কোষাধ্যক্ষ  সুদীপ নস্কর, কবিতা প্রামানিক নিবেদিতা দাস প্রমূখ।

No comments