Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অটোচালকদের সঠিক ভাড়া দিলো না এম ভি আই অফিসের একজন স্টাফ উল্টে ফাইন করল হাজার হাজার টাকা।

অটোচালকদের সঠিক ভাড়া দিলো না এম ভি আই অফিসের একজন স্টাফ উল্টে ফাইন করল হাজার হাজার টাকা।পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া বিভিন্ন গাড়ির কাছ থেকে কাগজ দেখান নাম করে হয়রানি করতো বলে বিভিন্ন সময় অভিযোগ করতেন গাড়ির মালিক ড…

 



অটোচালকদের সঠিক ভাড়া দিলো না এম ভি আই অফিসের একজন স্টাফ উল্টে ফাইন করল হাজার হাজার টাকা।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া বিভিন্ন গাড়ির কাছ থেকে কাগজ দেখান নাম করে হয়রানি করতো বলে বিভিন্ন সময় অভিযোগ করতেন গাড়ির মালিক ড্রাইভার হেলপার। সিভিল ড্রেসে  ছিলেন এমবিআই অফিসের একজন স্টাফ, তিনি দুর্গাচক মঞ্জুশ্রী থেকে টোটো তে করে  আসছিলেন এসডিও অফিসে। সেখানেই ভাড়া চাইতে গেলেই ন্যায্য বাড়া না দিয়ে তিনি অযথা টোটো চালকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এবং পরে তিনি ওই টোটো চালককে প্রায় 22 হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে বলে সূত্রে জানা যায়। ওই টোটো চালকের মুখ থেকে শুনলেই অবাক হয়ে যাবেন। তবে এই ঘটনায় কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি চিনাংশু গোস্বামী কটাক্ষ করেছেন, কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন সামান্য অটো চালকদের কাছ থেকেও তোলা তুলতে ছাড়ছেনা বর্তমান রাজ্য সরকারের কর্মচারীরা, রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যালের নাম করে বিভিন্ন সময় অনলাইন কেস দিয়ে দিচ্ছে আর আজকে তার প্রমাণিত হলো অযথা গাড়ি চালকদের হয়রানি করা । তবে তিনি জানিয়েছেন যে অফিসার এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তার পূর্ণাঙ্গ তদন্ত করা করে দোষী ব্যক্তির শাস্তি দেওয়ার আবেদন করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী।


No comments