তিনটি অতিরিক্ত শ্রেণীকক্ষের দ্বারোদ্ঘাটনে উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক শ্রী পলাশ রায়
মহিষাদল ব্লকের লক্ষ্যা হাইস্কুলে আজ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের আর্থিক আনুকূল্যে নির্মিত তিনটি অতিরিক্ত শ্র…
তিনটি অতিরিক্ত শ্রেণীকক্ষের দ্বারোদ্ঘাটনে উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক শ্রী পলাশ রায়
মহিষাদল ব্লকের লক্ষ্যা হাইস্কুলে আজ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের আর্থিক আনুকূল্যে নির্মিত তিনটি অতিরিক্ত শ্রেণীকক্ষের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠিত হলো ।পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক শ্রী পলাশ রায় উপস্থিত ছিলেন । মহিষাদল বিধানসভার বিধায়ক শ্রী তিলক কুমার চক্রবর্তী , মহিষাদল উন্নয়ন ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী বরুণাশিস সরকার, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন হলদিয়া ডক কমপ্লেক্সের সিনিয়ার ডিভিশনাল ম্যানেজার (এইচ. আর ) শ্রীমতি মধুমিতা হালদার সহ বেশ কয়েকজন সম্মাননীয় অতিথি । ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তাঁরা প্রাঞ্জল ভাষায় শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন । বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে সকলেই উৎসাহ প্রকাশ করেন। বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো,পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে তাঁরা আলোকপাত করেন । বিশেষত ছাত্র-ছাত্রীদের উল্লেখযোগ্য ফলাফলের বিষয়ে তাদের সন্তোষ ব্যক্ত করেন। এই ব্যবস্থাপনার পাশাপাশি বিদ্যালয়ে আজ চালু হল ডিজিটাল ফেস স্ক্যানিং উপস্থিতির প্রক্রিয়া । এর বিশেষত্ব এই যে, ছাত্র ছাত্রীরা যখনই বিদ্যালয়ের গেট পেরোবে এবং বিদ্যালয় থেকে বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গেই তাদের অভিভাবক বিষয়টি জানতে পারবেন। প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ী বলেন এতে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের প্রবেশ এবং প্রস্থান যেমন সুরক্ষিত হবে তেমনি উপস্থিতির হারও বাড়বে । ব্যবস্থাপনা রূপায়ণের দায়িত্বে ছিলেন দুজন শিক্ষক --- ডঃ শুভজিৎ দাস এবং শুভাশিস মাইতি। তাঁরা বলেন যে এটি এমন একটি অ্যাপ যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা আবৃত্তি, অংকন কুইজের মত আকর্ষণীয় বিষয়ের প্রশিক্ষণ পাবে । বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের নোটিশ দেওয়ার ব্যবস্থাপনা এর মধ্যে । রয়েছে ফলাফল প্রকাশের বন্দোবস্ত। তাছাড়া আরো অনেক কিছুর ব্যবস্থাপনা রয়েছে এই অ্যাপের মধ্যে ।

No comments