Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিকাশী খাল সংস্কার ও কংক্রিট ব্রীজ নির্মাণের পরিপ্রেক্ষিতে কোলাঘাটে আগামী বোরো চাষ নিয়ে চাষীরা ধন্ধে!

নিকাশী খাল সংস্কার ও কংক্রিট ব্রীজ নির্মাণের পরিপ্রেক্ষিতে কোলাঘাটে আগামী বোরো চাষ নিয়ে চাষীরা ধন্ধে!নিকাশী খাল সংস্কার ও কংক্রিট ব্রীজ নির্মাণের পরিপ্রেক্ষিতে কোলাঘাটে আগামী বোরো চাষ নিয়ে চাষীরা ধন্ধে। এ ব্যাপারে আজ বিডিও অফিস…

 




নিকাশী খাল সংস্কার ও কংক্রিট ব্রীজ নির্মাণের পরিপ্রেক্ষিতে কোলাঘাটে আগামী বোরো চাষ নিয়ে চাষীরা ধন্ধে!

নিকাশী খাল সংস্কার ও কংক্রিট ব্রীজ নির্মাণের পরিপ্রেক্ষিতে কোলাঘাটে আগামী বোরো চাষ নিয়ে চাষীরা ধন্ধে। এ ব্যাপারে আজ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক। বৈঠকে জোয়ার জলকে ভিত্তি করে বোরো চাষ করা যাবে না বলে সিদ্ধান্ত গ্রহন। সভায় বন্যা প্রতিরোধ কমিটির কোন প্রতিনিধিকে না ডাকায় ক্ষোভ।রূপনারায়ণ থেকে মাত্র ১০-১২ কিলোমিটার দূরে কোলাঘাট ব্লক এলাকা হলেও প্রতিবছর একদিকে বর্ষার সময় জলনিকাশীর অভাবে,অন্যদিকে বোরো মরশুমে পর্যাপ্ত জোয়ার জল না পাওয়ার কারণে কৃষকেরা ভীষনভাবে ক্ষতির সম্মুখীন হন। ব্লকের সোয়াদিঘী ও দেহাটি এই দুটি বড় খাল দিয়ে মূলত বেশিরভাগ এলাকার বর্ষার জল নিকাশী হয় ও বোরো চাষের জন্য প্রয়োজনীয় জোয়ার জল প্রবেশ করে থাকে। ওই বড় খালগুলির সাথে যুক্ত রয়েছে-জঁফুলি-কামিনা-জয়গোপাল-টোপা-টোপা ড্রেনেজ-দেনান-গাজই প্রভৃতি শাখা খাল। কিন্তু ওই বড় ও শাখা খালগুলির বেশিরভাগই দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এলাকার জলনিকাশী ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে বলে কৃষকদের অভিযোগ।  বিষয়টি নিয়ে সরব বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করে বলেন,গত ২০২৪ সালে বর্ষার সময় কংসাবতীর নদীবাঁধ ভেঙে বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে ব্লকের বিস্তীর্ণ অংশে আমন চাষ হয়নি। এরপর টোপা-ড্রেনেজ ও জঁফুলি নামে দুটি ছোট শাখাখাল সংস্কার এবং খালের মধ্যে কয়েকটি স্থানে ব্রীজ নির্মাণের পরিপ্রেক্ষিতে বোরো চাষ হয়নি। আরো পরে চলতি ২০২৫ সালের বর্ষায় জলবন্দীর কারনে ওই এলাকাগুলিতে আমন চাষও হয়নি।

এহেন পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর কমিটির কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কে স্মারকলিপি দিয়ে দ্রুত সেচ দপ্তরের পাঁশকুড়া-১ ও ২ সাব ডিভিশনের এস ডি ও দের উপস্থিতিতে বন্যা প্রতিরোধ কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আসন্ন বোরো চাষ ক্ষতিগ্রস্ত না করে খাল সংস্কার ও ব্রীজ নির্মাণ সম্পর্কিত বিষয়ে বৈঠক ডাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই পরিপেক্ষিতে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি আজ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক আহ্বান করলেও বন্যা- ভাঙন প্রতিরোধ কমিটির কোন প্রতিনিধিকে ডাকা হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য,গত বর্ষার পূর্বে মুল সোয়াদিঘী সহ দেনান,টোপা ড্রেনেজ খাল সংস্কারের কাজ শুরু হলেও কোলাঘাট ব্লকে খুব সামান্য অংশই সংস্কার হয়েছে। বাকি খালগুলির সংস্কার কাজ শুরুই হয়নি। অন্যদিকে দেহাটী খালে সাহাপুর,বরদাবাড়,দিগলাবাড় এবং টোপা ড্রেনেজ খালে পরমানন্দপুরের যোগীদহ,উত্তর জিঞাদায় বীজ নির্মাণের কাজ শুরু হলেও কাজের গতি খুবই স্লথ। বাকী দেউলিয়া,চাপদা প্রভৃতি স্থানে ব্রীজের কাজ এখনো শুরুই হয়নি। 

বন্যা প্রতিরোধ কমিটির প্রস্তাব ছিল-এখনই খাল সংস্কার ও ব্রীজের কাজ শুরু করে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কাজ করা হোক। এরপর এপ্রিল মাসের শুরু থেকে জুন মাসের শেষ পর্যন্ত পুরোদমে কাজ করে খাল সংস্কারের অধিকাংশ কাজ শেষ করা হোক। কিন্তু আজকের সভায় জোয়ার জলকে  ভিত্তি করে আসন্ন বোরো মরশুমে চাষ করা যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নারায়ণবাবু জানান আমরা শীঘ্রই এ ব্যাপারে কৃষকদের সভা ডেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। 


 

No comments