সরকারি মেডিকেল কলেজের ডাক্তার বাবুরা ছুরি-কাঁচি ট্যাসিস্কোপ ছেড়ে এবার ফুটবল নিয়ে খেলার মাঠে? ডাক্তারবাবুদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন প্রাক্তন সাংসদ মেডিকেল কলেজের চেয়ারম্যান ডঃ লক্ষ্মণ শেঠ।কলেজ পড়ুয়াদের নিয়ে দিন-রাতের নক …
সরকারি মেডিকেল কলেজের ডাক্তার বাবুরা ছুরি-কাঁচি ট্যাসিস্কোপ ছেড়ে এবার ফুটবল নিয়ে খেলার মাঠে? ডাক্তারবাবুদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন প্রাক্তন সাংসদ মেডিকেল কলেজের চেয়ারম্যান ডঃ লক্ষ্মণ শেঠ।
কলেজ পড়ুয়াদের নিয়ে দিন-রাতের নক আউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হল।পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া বন বিষ্ণুপুর বালুঘাটা বিসিরায় হাসপাতাল মাঠে ইন্টার মেডিকেল কলেজ টুর্নামেন্ট উদ্বোধন হয়। হলদিয়া মেডিকেল কলেজের আয়োজনে রাজ্যে এ ধরনের উদ্যোগ পঞ্চম বর্ষে পদার্পণ করল। এনআরএস, মেদিনীপুর মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সাগর দত্ত, হলদিয়া মেডিকেল কলেজ সহ প্রায় কুড়িটি সরকারি মেডিকেল কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২০২১ সালে হলদিয়া মেডিকেল কলেজ পড়ুয়াদের উদ্যোগেই ফুটবল টুর্নামেন্ট শুরু হয় এ বছর পঞ্চম বর্ষে পদার্পণ করলো আজ উদ্বোধন হলো মেডিকেল কলেজ ছাত্রদের উদ্যোগে ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট। ফুটবল ছুঁড়ে টুর্নামেন্টের সূচনা করেন হলদিয়া আই কেয়ার চেয়ারম্যান ডঃ লক্ষ্মণ শেঠ উপস্থিত ছিলেন খেলোয়াড় সঞ্জয় ব্যানার্জি, বিকাশ পাঞ্জি, আই কেয়ার সম্পাদক আসিস লাহিড়ী ভাইস চেয়ারম্যান সুদীপ্তন শেঠ, মানসী দে শেঠ, মেডিকেল অ্যাসোসিয়েশনের বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। খেলার পরিবেশকে অন্য মাত্রা দিতে আনা হয়েছে ধামসা মাদল। খেলার কোন দল গোল করলেই বেজে উঠছে বিশাল ধামসা দ্রিম দ্রিম ছন্দের বোল।

No comments