Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শারদীয়া বুক স্টল

শারদীয়া বুক স্টল  সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা-পাঁশকুড়া-কোলাঘাট-তমলুক-হলদিয়া-নিমতৌড়ি-মহিষাদল-কাঁথি-এগরা সহ জেলার ৮৯ টি গুরুত্বপূর…

 



শারদীয়া বুক স্টল  

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা-পাঁশকুড়া-কোলাঘাট-তমলুক-হলদিয়া-নিমতৌড়ি-মহিষাদল-কাঁথি-এগরা সহ জেলার ৮৯ টি গুরুত্বপূর্ণ স্থানে এ বছর বুক স্টলের মাধ্যমে দলের আদর্শগত প্রচার অভিযান কর্মসূচি হয়। দলের জেলা কমিটির পক্ষে প্রনব মাইতি ও অশোক তরু প্রধান জানান, এ বছরের বুক স্টলে এস.আই.আর.এর উপর এবং পয়েলগাঁও থেকে অপারেশন সিঁদুরের উপর দলের বর্তমান সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের লেখা বই সব থেকে বেশি বিক্রি হয়েছে। "এস আই আর" বইটির মাধ্যমে বিজেপি যেভাবে বিভাজনের রাজনীতি করছে এবং বাংলাভাষী গরীব মানুষের উপর বিভিন্ন রাজ্যে যেভাবে আক্রমণ আনছে,সে সম্পর্কেও বিস্তৃত বক্তব্য তুলে ধরা হয়েছে ওই বইটিতে। এছাড়াও পহেলগাঁও থেকে অপারেশন সিঁদুর বইটিতে বিজেপি যে ভোটের স্বার্থে এগুলি করছে তা তুলে ধরা হয়েছে। এছাড়াও স্টলগুলিতে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষ প্রকাশিত বিভিন্ন বইপত্র দলের কর্মী-সমর্থকরা জনসাধারণের মধ্যে সুলভ মূল্যে বিক্রি করেন। সব মিলিয়ে সারা জেলায় প্রায় চার লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 



No comments