Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দরের মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগে দুর্নীতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ!

বন্দরের মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগে দুর্নীতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ! যে বন্দর গড়ে গড়ে ওঠার সময় বেশ কয়েকটি মৌজা অধিগ্রহণ করা হয়েছিল। অবশেষে ১৯ ৫৯ সালে ১লা নভেম্বর এঙ্কারেজে জাহাজে পন্য ওঠা নামাজ শুরু হয়েছিল যার শুভারম্ভ বন…

 


বন্দরের মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগে দুর্নীতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ! 

যে বন্দর গড়ে গড়ে ওঠার সময় বেশ কয়েকটি মৌজা অধিগ্রহণ করা হয়েছিল। অবশেষে ১৯ ৫৯ সালে ১লা নভেম্বর এঙ্কারেজে জাহাজে পন্য ওঠা নামাজ শুরু হয়েছিল যার শুভারম্ভ বন্দরে ওই দিনটিকে মান্যতা দেন সকলেই। যদিও হলদিয়া বন্দরের জন্মদিন নিয়ে বিভ্রান্ত রয়েছে হলদিয়ার মানুষ বছরে তিনবার বন্দরের জন্মদিন পালন করা হয়। তাই সকলের দাবি উঠেছে বন্দর কর্তৃপক্ষ প্রকাশ করুক হলদিয়ার প্রকৃত জন্মদিন কবে? হলদিয়া বন্দর এখন সারা পৃথিবীর মানচিত্রে অন্যতম বন্দর হিসেবে গড়ে উঠেছে। যে বন্দরকে কেন্দ্র করে হলদিয়া শিক্ষা সংস্কৃতি মান উন্নয়ন ঘটেছে সেই হলদিয়া বন্দরে মহিলা নিরাপত্তার রক্ষী নিয়োগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য এখন সকলের সামনে।

পূর্ব মেদিনীপুর জেলা শিল্পশহর হলদিয়া বন্দরের  মহিলা নিরাপত্তা  রক্ষী নিয়োগে জটিলতা অভিযোগ করেছেন শম্পা খাতুন স্বামী জয়ুর হোসেন নন্দীগ্রাম সামসাবাদের বাসিন্দা।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন মহিলা নিরাপত্তা রক্ষী ১০ জনকে নেওয়া হবে। সেই নিয়ে একটি নোটিশ জারি হয়েছিল ইতিমধ্যে দৈনিক এক পত্রিকায় শাসক দলের শ্রমিক সংগঠনের কর্মী টাকা তোলার অভিযোগ আমরা দেখেছি।  এখন সেই বন্দরের  নিরাপত্তার রক্ষী নিয়োগে টাকা নেওয়ার অভিযোগ তা প্রকাশ্যে এলো নন্দীগ্রামের এক মহিলার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। এবং গত সোমবার আরো ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু কোন এক কারণেই ব্যাংক বন্ধ থাকা এবং অসুবিধা জন্য সোমবার দিন স্ত্রীর গহনা জায়গা জমি বিক্রি করে মঙ্গলবার দিন টাকা নিয়ে যায় । তিনি জানতে পারেন তার স্ত্রী  নাম বাতিল করা হয়েছে। । অভিযোগকারী শম্পা খাতুন  ইতিমধ্যে হলদিয়া বন্দরের ডেপুটি ম্যানেজার এবং বন্দরের কর্মরত সিকিউরিটি ইনচার্জ এবং স্থানীয় হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন এমন একটি দল চলছে টাকা ছাড়া কিছুই চেনে না। বন্দরের নিরাপত্তা রক্ষী নিয়োগেও টাকা তোলার অভিযোগ এবার প্রকাশ্যে এলো শাসকদলের কোর কমিটি নেতৃত্বরা এই টাকা তুলছে আমরাও বন্দরের আধিকারিকদের জানিয়েছি যে এজেন্সি এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে বাতিল করা এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন দোষী সাব্যস্ত করে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য। এই ঘটনা নিয়ে বন্দরের মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগকারী স্বামী কাদের নাম সংবাদমাধ্যমের সামনে বললেন শুনলে অবাক হবেন।

No comments