হলদিয়া অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদালতে সদ্য নথিভুক্ত আইনজীবীদের নবীন বরণ!জগদ্ধাত্রী পূজোর প্রাক্কালে মঙ্গলবার হলদিয়া অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদালতে সদ্য নথিভুক্ত তরুণ আইনজীবীদের জন্য নবীন বরণ অনুষ্ঠান…
হলদিয়া অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদালতে সদ্য নথিভুক্ত আইনজীবীদের নবীন বরণ!
জগদ্ধাত্রী পূজোর প্রাক্কালে মঙ্গলবার হলদিয়া অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আদালতে সদ্য নথিভুক্ত তরুণ আইনজীবীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হল। ওই অনুষ্ঠানে ৫৫ জন তরুণ আইনজীবীকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করে তরুণ আইনজীবীদের উৎসাহিত করেন প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ শেঠ। তিনি বলেন, আদালতে মানুষের দৈনন্দিন সমস্যা থেকে তরুণ আইনজীবীদের শিক্ষা নিতে হবে। এখানেই প্রকৃত আইন পাঠের প্রয়োগ করতে হবে সংবেদনশীলতার সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারের সম্পাদক বিমলকুমার মাজি, সভাপতি পৃথ্বিশ দে, বিপ্লব জানা,আইকেয়ার শিক্ষা সংস্থার সম্পাদক আশিস লাহিড়ি ও প্রবীণ আইনজীবীরা। বারের সম্পাদক বলেন, এদিন হলদিয়া ল'কলেজ থেকে সদ্য ৫৫জন নতুন আইনজীবী আদালতে নথিভুক্ত হয়েছেন। বারের প্রবীণ সদস্যদের সঙ্গে মেলবন্ধন ও পরিচিতির জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে এদিন প্রাক্তন সাংসদ লক্ষ্মণবাবুকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। তিনি এদিন হলদিয়া বারের পরিকাঠামো উন্নয়নের জন্য আশ্বাস দিয়েছেন।

No comments