Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২০ হাজার কোটির মৌ সইয়ের লক্ষ্য হলদিয়া বন্দর!

২০ হাজার কোটির মৌ সইয়ের লক্ষ্য হলদিয়া বন্দর!
চলতি মাসের শেষে 'মেরিটাইম সপ্তাহ' জুড়েই জাহাজ মন্ত্রক ৬৩৫ টি প্রকল্পের জন্য মৌ সই করবে বলে জানানো হয়েছে। ২৭ অক্টোবর থেকে ৩১ শে অক্টোবর মুম্বইয়ের সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন…

 



২০ হাজার কোটির মৌ সইয়ের লক্ষ্য হলদিয়া বন্দর!


চলতি মাসের শেষে 'মেরিটাইম সপ্তাহ' জুড়েই জাহাজ মন্ত্রক ৬৩৫ টি প্রকল্পের জন্য মৌ সই করবে বলে জানানো হয়েছে। ২৭ অক্টোবর থেকে ৩১ শে অক্টোবর মুম্বইয়ের সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল-সহ অনেকের উপস্থিত থাকার কথা। দেশের বড় বন্দরগুলির সঙ্গে বেসরকারি সংস্থার মৌ স্বাক্ষর হবে বলে বন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর।

পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ প্রায় ৬৮টি প্রকল্পের মৌ সই করার জন্য লক্ষ্যমাত্রা রেখেছিল। হলদিয়া এবং কলকাতা বন্দর মিলে প্রায় ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগের মৌ সই হওয়ার কথা। যার মধ্যে হলদিয়া বন্দরের একাধিক প্রকল্পের মউ সই হয়ে গিয়েছে। যেমন, হলদিয়া-বন্দর-২ শালুকখালীতে এলএনজি অর্থাৎ লিকুইড অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফ্লোটিং টার্মিনাল। এই প্রকল্পে ২৭০০ কোটি টাকার মৌ সই করা হয়েছে। রানিচক থেকে 'ইন্ডিয়ান ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ান মাল্টি মোডাল টার্মিনাল' পর্যন্ত সড়ক নির্মাণের জন্য ৮০ কোটি টাকা মৌ সই হয়েছে। সব মিলিয়ে হলদিয়া বন্দর প্রায় ২০ হাজার কোটি টাকার মৌ সই করবে বলে বন্দর সূত্রের খবর।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন বলেন," ইন্ডিয়া মেরিটাইম উইক-২০২৫-এর অনুষ্ঠানে হলদিয়া ও কলকাতা বন্দরের তরফে প্রায় ৪০ হাজার কোটি টাকার মৌ সই করা হবে। ইতিমধ্যেই ৩০ হাজার কোটি টাকার মৌ সই হয়ে গিয়েছে।" তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শিবনাথ সরকারের কটাক্ষ, “এই মৌ সই শুধুমাত্র কাগজেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবায়িত হবে না। এটা হল বিহার ভোটের আগে মানুষকে ধোঁকা দেওয়া।”

No comments