Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচজন!

জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচজন!পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। মধ্যেই শিল্প শহরের প্রতিনিয়ত লেগেই রয়েছে পথদুর্ঘটনা।রানিচক থেকে মেছেদা জাতীয় সড়ক ১১৬ খুবই গুরুত্বপূর্ণ রাস্ত…

 





জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচজন!

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। মধ্যেই শিল্প শহরের প্রতিনিয়ত লেগেই রয়েছে পথদুর্ঘটনা।রানিচক থেকে মেছেদা জাতীয় সড়ক ১১৬ খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এবং ব্যস্ততম শহর হলদিয়া। রানিচক মড়ে রেল ক্রসিং থাকার ফলেই প্রতিনিয়ত হলদিয়া পোর্ট থেকে পণ্য বোঝাই গাড়ি যাওয়া আসার ক্ষেত্রে সমস্যা হতো সে জন্যই ওভার ব্রিজ করা হয়েছে। এই পথ দুর্ঘটনা ঘটেছে রানিচক হলদিয়া। স্থানীয় সূত্রে জানা যায় রানিচক উড়ালপুল থেকে দ্রুত গতিতে একটি ডাম্পার রাজ্য সড়কে নামার সময় দুর্গাচক থেকে টাউনশিপ গামী একটি যাত্রী বোঝায় অটোতে ধাক্কা মারে ঘটনাস্থলে এক মহিলা সহ দুজন অটো যাত্রী মৃত্যু হয়। অটোচালকসহ তিন জন যাত্রী গুরুতর আহত অবস্থায় তাদেরকে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন চলছে। ঘটনাস্থলে হলদিয়া থানার পুলিশ অভিশপ্ত ডাম্পার সহ চালক কে  আটক করেছেন। বিশেষ সূত্রে জানা যায় দুইজন মিটের নাম রঞ্জনা প্রামাণিক বয়স ৪৫ বাড়ি নন্দীগ্রাম গাঙরা এবং অপরযাত্রী সুরেশ মন্ডল বয়স ৫৯ বাড়ি টাউনশিপের বিষ্ণুরাম চক। কিছু সময়ের জন্য রাস্তা যানজট হয়, ঘটনাস্থলে হলদিয়া থানার পুলিশ এসে আহতদের হাসপাতালে পাঠিয়েছেন এই ঘটনায় তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ। গুরুতর জখম হয়েছেন সূত্রে জানা যায় বাসুদেবপুর খঞ্জনচকের বাড়ি প্রশান্ত ভূঁইয়া, ভেকুটিয়া নন্দীগ্রাম পরমা ভূঁইয়া,  শেখ হাসিবুল ভাগ্যবন্তপুর বাড়ি । এই মুহূর্তে স্থানীয় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।


No comments