পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রগতি সংঘে নির্বাচনী জয়, উন্নয়নের পথে দৃঢ় পদক্ষেপের বার্তা প্রধান সুশান্ত পাত্রের!রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রগতি সংঘের নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হলো অত্যন্ত শান্তিপূ…
পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রগতি সংঘে নির্বাচনী জয়, উন্নয়নের পথে দৃঢ় পদক্ষেপের বার্তা প্রধান সুশান্ত পাত্রের!
রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রগতি সংঘের নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হলো অত্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে। এই নির্বাচনে মোট ১৩টি আসনের মধ্যে ৯টি আসনে নিরঙ্কুশ জয় লাভ করেছে একদল, অন্যদিকে ৪টি আসনে জয় পেয়েছে প্রতিপক্ষ। ফলাফল প্রকাশের পর থেকেই বিজয়ী পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়।
এই জয়কে ‘উন্নয়নের পক্ষে রায়’ হিসেবে ব্যাখ্যা করেছেন পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র। তিনি জানান,
"এই জয় শুধু একটি নির্বাচনের নয়, এটি আমাদের গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন ভাবনার প্রতি মানুষের আস্থার প্রতিফলন। একদিকে মডেল গ্রাম পঞ্চায়েত এবং অন্যদিকে মডেল সংঘ—এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠবে উন্নয়নের এক নতুন দিশা।"
তিনি আরও বলেন,"সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি নিশ্চিত, তারা আগামী দিনে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্মে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং মানুষের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন।"
গ্রামের সাধারণ মানুষ এবং পঞ্চায়েত স্তরের কর্মীরা মনে করছেন, এই জয়ের মাধ্যমে এক নতুন উদ্যমে শুরু হবে পদিমা ২ অঞ্চলের সার্বিক উন্নয়নের অধ্যায়। মডেল পঞ্চায়েত এবং সংঘের একযোগে কাজ করার ফলে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, পানীয় জল, রাস্তাঘাট, সামাজিক কল্যাণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে।
এই নির্বাচনী ফলাফল শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং এটি একটি দায়িত্ব—এমনটাই মনে করিয়ে দেন সুশান্ত পাত্র। তাঁর কথায়,
"মানুষ আমাদের ভরসা করেছেন, এবার আমাদের দায়িত্ব সেই আস্থাকে মর্যাদা দেওয়া। প্রতিটি মানুষ যেন উন্নয়নের সুফল পান, সেটাই আমাদের লক্ষ্য।"
এই নির্বাচন ও তৎপরবর্তী প্রতিক্রিয়া ইতিমধ্যেই রামনগর ব্লকের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
No comments