Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্যতিক্রমী ; বোন দ্বিতীয়া!

ব্যতিক্রমী ; বোন দ্বিতীয়া!সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: সমাজে চলতে থাকা মেয়েদের উপরে অমানবিক নির্যাতনের ঘটনার ধারাবাহিকতায় শুভবুদ্ধি সম্পন্ন বহু মানুষদের মতো ডাঃ নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্ট ও অত্যন্ত মর্মাহত এবং উদ্বিগ্ন। …

 



ব্যতিক্রমী ; বোন দ্বিতীয়া!

সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: সমাজে চলতে থাকা মেয়েদের উপরে অমানবিক নির্যাতনের ঘটনার ধারাবাহিকতায় শুভবুদ্ধি সম্পন্ন বহু মানুষদের মতো ডাঃ নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্ট ও অত্যন্ত মর্মাহত এবং উদ্বিগ্ন। ট্রাস্টের উদ্যোগে বিগত বছরগুলি ধরে পালিত হয়ে আসা 'বোন ফোঁটা' আজ পালিত হল মেচেদাস্থিত ট্রাস্ট ভবনে। উপস্থিত ছিলেন সৌমেন বসু, ডাঃ অশোক সামন্ত, অধ্যাপিকা অনুরূপা দাস, ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া, সম্পাদক তপন ভৌমিক, মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস, ডাঃ অংশুমান মিত্র,ডাঃ জয়দেব ঘড়া,ডাঃ ঝুমা সূত্রধর ,সমাজসেবী সতীশ প্রসাদ বেরা প্রমুখ। সৌমেন বসু তাঁর বক্তব্যে বলেন, সমাজে নারীদের বলিষ্ঠ মর্যাদা ও আত্মসম্মানবোধের অধিকারী হতে হবে। আর সেক্ষেত্রে উন্নত রুচি ও শুভবুদ্ধিসম্পন্ন সকল মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের অনুষ্ঠান নারীদের নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে সাহায্য করবে। অধিকার, নিরাপত্তা এবং মর্যাদার জন্য তাঁদের পুরুষের উপর নির্ভর করতে হবে না। এমন অনুষ্ঠানের সমাজে প্রসার লাভ একান্ত কাম্য। এদিন প্রতিষ্ঠান ও আমন্ত্রিত সকল ভাই সকল বোনেদের ফোঁটা দেন। নারীদের মর্যাদা রক্ষায় সকলে অঙ্গীকারবদ্ধ হন। এমন ব্যতিক্রমী একটি অনুষ্ঠান পারিপার্শ্বিক সমাজে প্রশংসা ঘন আলোচনার পরিবেশ তৈরি করেছে।



No comments