প্রায় ৪০ টি মাটির প্রতিমা ভাংচুর দুষ্কৃতীদের,এলাকায় উত্তেজনা,প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ!গত শুক্রবার মধ্য রাতে তমলুক থানার গণপতিনগরে হলদিয়া মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে রাতের অন্ধকারে …
প্রায় ৪০ টি মাটির প্রতিমা ভাংচুর দুষ্কৃতীদের,এলাকায় উত্তেজনা,প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ!
গত শুক্রবার মধ্য রাতে তমলুক থানার গণপতিনগরে হলদিয়া মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা একটি মৃৎ শিল্পালয়ে হামলা চালায়। অনিল চাকড়ার ঠাকুর তৈরীর কারখানার ঘটনা। যেখানে একাধিক লক্ষী প্রতিমা ও কালি প্রতিমা তৈরি হচ্ছিল। লক্ষ্মী ঠাকুর ও কালী ঠাকুরের প্রায় চল্লিশটি মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিমতৌড়িতে হাই রোড সংলগ্ন গণপতি নগরের(উত্তর নারকেলদা হাটের কাছে) ঘটনা।এলাকায় উত্তেজনা। সেই অভিযোগ তুলে জাতীয় সড়কের কাছে নিমতৌড়ির ডিএম অফিসের সামনে পথ অবরোধ করলো বিশ্ব হিন্দু পরিষদ। প্রায় এক ঘন্টায় বিক্ষোভ চলে। শেষে পুলিশে হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
No comments