পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চাঞ্চল্য!পিতপুরে ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে চলছিল মধুচক্রের ব্যবসা!গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ১৪ সদস্যের একটি বিশেষ দল হানা দেয় পিতপুরের ‘মা তারা ফ্যামিলি রেস্টু…
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চাঞ্চল্য!পিতপুরে ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে চলছিল মধুচক্রের ব্যবসা!
গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ১৪ সদস্যের একটি বিশেষ দল হানা দেয় পিতপুরের ‘মা তারা ফ্যামিলি রেস্টুরেন্টে’। পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত চলে এই তল্লাশি অভিযান—অর্থাৎ টানা ৯ ঘণ্টা ধরে চলে রেড। এই অভিযানে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে—এর মধ্যে রয়েছে ৪ জন নারী ও ৪ জন পুরুষ।
পুলিশ হোটেলের তিনটি রুম সিল করে দিয়েছে এবং হোটেল মালিকসহ অভিযুক্তদের সকালে পাঁশকুড়া থানা থেকে তমলুক আদালতে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই রেস্টুরেন্টের আড়ালে এই অসাধু ব্যবসা চলছিল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

No comments