Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যুৎ গ্রাহকদের প্রীতি সম্মেলন

বিদ্যুৎ গ্রাহকদের প্রীতি সম্মেলনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  স্মার্ট মিটার প্রত্যাহার,ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বাতিল,আইন অনুযায়ী সিকিউরিটি নির্ধারণ ও সুদ দেওয়ার দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল…

 




বিদ্যুৎ গ্রাহকদের প্রীতি সম্মেলন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  স্মার্ট মিটার প্রত্যাহার,ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বাতিল,আইন অনুযায়ী সিকিউরিটি নির্ধারণ ও সুদ দেওয়ার দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্দ্যোগে আজ মেচেদার বিদ্যাসাগর হলে এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল। সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নীরেন কর্মকার,প্রদীপ দাস,নারায়ন চন্দ্র নায়ক ও জেলা কমিটির সহকারী সভাপতি প্রনব মাইতি,সম্পাদক শংকর মালাকার। সম্মেলনের প্রথমার্ধে বিদ্যুৎ আইন ও বিল সংক্রান্ত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ার্ধে সংগঠন ও আগামী আন্দোলনের কর্মসূচী নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কর্মসূচিতে দেড় শতাধিক বিদ্যুৎ গ্রাহক অংশগ্রহন করেন।

            নীরেন কর্মকার তার বক্তব্যে গ্রাহক আন্দোলনের চাপে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি আপাততঃ স্মার্ট মিটার লাগানো হবে না বললেও যে কোনও সময় আন্দোলন  সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের গ্রামে গ্রামে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান। 



No comments