Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহীদ মিনারে শ্রমিক বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির প্রস্তুতি সভা

শহীদ মিনারে শ্রমিক বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির প্রস্তুতি সভাসংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: কেন্দ্রীয় শ্রমিক সংগঠন AIUTUC 'র  ১০ নভেম্বর শহীদ মিনারে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির প্রস্তুতিতে আজ ঘাটালে মহকুমা কর্মী সভা হয়। মালিক শ্র…

 



শহীদ মিনারে শ্রমিক বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির প্রস্তুতি সভা

সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: কেন্দ্রীয় শ্রমিক সংগঠন AIUTUC 'র  ১০ নভেম্বর শহীদ মিনারে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির প্রস্তুতিতে আজ ঘাটালে মহকুমা কর্মী সভা হয়। মালিক শ্রেনীর স্বার্থে সর্বনাশা ৪ টি শ্রম কোড বাতিল,শ্রমিক স্বার্থবিরোধী নানা নীতি এবং রাজ্য সরকারের শ্রমিক কর্মচারী স্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে এ আই ইউ টি ইউ সি 'র ডাকে আগামী ১০ ই নভেম্বর শহীদ মিনারের বিশাল শ্রমিক বিক্ষোভ সমাবেশকে সফল করতে ঘাটাল মহকুমার AIUTUC অনুমোদিত বিভিন্ন সংগঠন(মোটর ভ্যান ও টোটো চালক ইউনিয়ন, নির্মাণ কর্মী ইউনিয়ন ,আশা, আইসিডিএস ,ওয়াটার ক্যারিয়ার ও সুইপার ইউনিয়ন)'র নেতৃবৃন্দদের নিয়ে অন্নপূর্ণা আর্কেড কর্মী বৈঠক হয়। দাসপুর-১ ও ২ , ঘাটাল ও চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি নন্দ পাত্র,রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সমরেন্দ্র মাজী ,পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক দীনেশ মেইকাপ। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিডিএস ইউনিয়নের নেত্রী আরতি সিং এবং ঘাটাল মহকুমা নেতৃত্ব জগবন্ধু মাজী, নমিতা মহিষ, অমিত বাগ ও সুবল সামন্ত। 

শহীদ মিনার ময়দানের শ্রমিক সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে পরিনত করার জন্য নেতৃবৃন্দ আহ্বন জানান।



No comments