Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রজলালচক হাইরোডে সমীর অটোমোবাইলস শোরুমে চলছে ইলেকট্রিক স্কুটির ধামাকা অফার!

ব্রজলালচক হাইরোডে সমীর অটোমোবাইলস শোরুমে চলছে ইলেকট্রিক স্কুটির ধামাকা অফার!
পুজো চলছে। আর পুজোর সময় পরিবারের সঙ্গে বেরিয়ে পড়তে গেলেই চাই স্কুটি অথবা টোটো। স্কুটি বা টোটো কিনলেই কিন্তু পেয়ে যাচ্ছে নিশ্চিত পুরস্কার এছাড়াও থাকছ…

 



ব্রজলালচক হাইরোডে সমীর অটোমোবাইলস শোরুমে চলছে ইলেকট্রিক স্কুটির ধামাকা অফার!


পুজো চলছে। আর পুজোর সময় পরিবারের সঙ্গে বেরিয়ে পড়তে গেলেই চাই স্কুটি অথবা টোটো। স্কুটি বা টোটো কিনলেই কিন্তু পেয়ে যাচ্ছে নিশ্চিত পুরস্কার এছাড়াও থাকছে  লাকি ড্র এর মাধ্যমে পাঁচটি পুরস্কার। কোথায় যাবেন নিজের পছন্দমত গাড়ি কিনতে? পূর্ব মেদিনীপুর জেলার ব্রজলালচক  হাইরোডে কাইনেটিক গ্রীন সমীর অটোমোবাইলস শোরুম রয়েছে । বর্তমান বাজারে ইলেকট্রিক যানবাহন ধীরে ধীরে গতি পাচ্ছে। আর সেই গতিকে আরও উচ্চমাত্রায় নিয়ে যেতে এবার বাজারে এসেছে কাইনেটিক গ্রিনের ইলেকট্রিক মোপেড "E-Luna"( ই- লুনা)।এক সময় ভারতের বাজারে রাজত্ব করা কাইনেটিক লুনা এখন ইলেকট্রিক অবতারে বাজারে এসেছে  যা হবে পরিবেশবান্ধব এবং খরচ সাশ্রয়ী। এবার গ্রাহকদের আকৃষ্ট করতে এক দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে এই কোম্পানি।

  দূষণমুক্ত পরিবেশবান্ধব ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দিনের পর দিন বাড়ছে। তবে অনেকেই এখনো ইলেকট্রিক স্কুটি কেনার ক্ষেত্রে দ্বিধাবোধ করেন। কারণ ব্যাটারি লাইফ রিসেল ভ্যালু এবং দীর্ঘ মেয়াদী বিনিয়োগ নিয়ে অনেকের মধ্যেই সংশয় থাকে। তবে কাইনেটিক গ্রিনের এই বাইকের অফার সেই সংশয় এবার দূর করে তুলতে পারে। কোথায় যাবে কিনতে আর তমলুকে নয় এবার ভবানীপুর থানার হলদিয়া পঞ্চায়েত সমিতি সামনে সমীর অটোমোবাইলস তাদের শোরুমে পেয়ে যাবেন টোটো এবং বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক যানবাহন। হলদিয়া ব্রজলালচক সমীর অটোমোবাইলসের ইলিয়াস ও  কর্ণধার-সমীর হোসেন কি বললেন শুনলে অবাক হবেন। তিনি বলেন আপনার প্রিয় শহর হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলালচক হলদিয়া বিডিও অফিসের বিপরীতে  উদ্বোধন হয়ে গেল কাইনেটিক গ্রীন ইলেকট্রিক ভেহিকল শোরুমের হলদিয়ার ডিলার। সমির অটোমোবাইল নামের ওই ডিলার এর কাছে আপনি খুবই কম দামে পেয়ে যাবেন  কাইনেটিক গ্রীন কোম্পানির ই-লুনা, জিং, জিং বি, ফ্লেক্স এবং জুলু মডেল। এছাড়াও  সমির অটোমোবাইল হচ্ছে কোমাকি ও অহনা কোম্পানির পূর্ব মেদিনীপুর এর ডিস্ট্রিবিউটর । এখানে আপনি পেয়ে যাবেন জাপানি  টেকনোলজিতে নির্মিত কোমাকি কোম্পানির  সমস্ত মডেল কোমাকি X1, XR1, MG Pro, CAT 2.0, CAT 3.0 খুবই কম দামে পেয়ে যাবেন। গাড়ি কিনলেই পেয়ে যাবেন পুরস্কার টোটো কিনলে পেয়ে যাবেন একটি স্ট্যান্ড ফ্যান, স্কুটি কিনলে পেয়ে যাবেন একটি রুম হিটার। এখানে আপনি অহনা  টোটো কোম্পানির সমস্ত মডেল সুলভ মূল্যে পেয়ে যাবেন। আপনাদের সকলকে আমাদের শোরুমে আসার নিমন্ত্রণ জানাচ্ছি ।

No comments