কাজে পূনঃ নিয়োগের দাবিতে শ্রমিক বিক্ষোভ!আর মাত্র কয়েকদিন পরেই শিল্পের দেবতা বিশ্বকর্মা ও বাংলার বাঙালির সারদ উৎসব দুর্গোৎসব। পুজোর সামনে শ্রমিকরা দিশেহারা হাতে পয়সা নেই কাজ নেই দীর্ঘদিন আন্দোলন করছেন শাসকদলের কোর কমিটি থেকে শু…
কাজে পূনঃ নিয়োগের দাবিতে শ্রমিক বিক্ষোভ!
আর মাত্র কয়েকদিন পরেই শিল্পের দেবতা বিশ্বকর্মা ও বাংলার বাঙালির সারদ উৎসব দুর্গোৎসব। পুজোর সামনে শ্রমিকরা দিশেহারা হাতে পয়সা নেই কাজ নেই দীর্ঘদিন আন্দোলন করছেন শাসকদলের কোর কমিটি থেকে শুরু করে কোন নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায়নি তাদের অভিযোগ। একসময় এই কারখানা তৈরি করার জন্য অধিগ্রহণ হয়েছিল জায়গা খুব অল্প মূল্যে ক্ষতিপূরণ পেয়েছেন সেই জায়গা বিনিময়ে কাজ পেয়েছিলেন।
কিন্তু সেই কাজ একই ১৪ ওয়ার্ডের আইপিসিএল খানার ভিতরেই বিপিসিএল তাদের গ্যাস সিলিন্ডার লোডিং আনলোডিং এবং রিফলিং করত। বিপিসিএল এর নিজস্ব কারখানা তৈরি হয়েছে সেই একই ওয়ার্ড। কিন্তু সেই সকল শ্রমিকরা আজ কর্মচ্যুত বাইরে থেকে এসে পয়সার বিনিময়ে কাজে যোগদান করছে তাদের অভিযোগ। আর যারা দীর্ঘ কয়েক বছর তাদের জীবন যৌবন সবটাই কোম্পানির স্বার্থে লাগিয়েছেন আজকের তাদেরকে পথে দাঁড়িয়ে কাজের জন্য আন্দোলন করতে হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় তৈরি হয়েছে, আইএনটিটিইউসি কোর কমিটি রয়েছে প্রত্যেকটা ইউনিয়নের অফিস কারখানার গেটের সামনে। শ্রমিকরা আন্দোলন করছেন কোন নেতৃত্ব তাদের কাছে যাচ্ছেন না তাদের পাশে থাকছেন না। তাহলে নেতা সংগঠন কিসের স্বার্থে শুধু কি ভোটের জন্য না এই এলাকার মানুষের সুখ দুঃখ দেখার জন্য। যদিও হলদিয়া পৌরসভা দীর্ঘ তিন বছর নির্বাচন হয়নি। পৌর কাউন্সিলর সেই এলাকা মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন সেখান থেকেও বঞ্চিত যারা ভূমিহীন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সামনে থেকে বহিরাগত শ্রমিক পয়সার বিনিময়ে কাজের যোগদান করছেন আর ভূমিহীন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ গেটের সামনে কাজের দাবিতে আন্দোলন করছেন। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন সরকার টাতো খামখেয়ালী পনা মহদ্দ বীনতুঘলকের মত । কখন কি বলে আর কি করে সেটাই তো ঠিক নেই শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব বলছেন শ্রমিকদের পাশে থাকবেন আর শ্রমিক কোর কমিটির নেতৃত্বরা এসে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তারা চলে যাচ্ছেন আজকের দীর্ঘ চার দিন হয়ে গেল তাদের এই আন্দোলন চলছে, জেলা প্রশাসন যেন সরকারের পক্ষে শ্রমিক সংগঠনের নেতৃত্বের কথা শুনছেন দুয়ারে পাড়ায় সমাধান কর্মসূচি চলছে আর হলদিয়ার শ্রমিকরা দিনের পর দিন তারা গেটের সামনে এসে আন্দোলন করছেন তাদের আজকের এই আন্দোলন নবম দিনের পরল প্রশাসন কোন নজরি নেই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব অবিলম্বে তাদের এই সমস্যা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ করার জন্য।
No comments