ভবানীপুর সবার আসর পূজোর ৬০ তম বর্ষে পদার্পণে এলাকার বয়স্কদের সম্বর্ধনা সভা! হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড ভবানীপুর সবার আসর দুর্গোৎসব কমিটির ৬০তম বর্ষে দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মাধ্যমিক উচ্চমাধ্যমিকৃতি ছা…
ভবানীপুর সবার আসর পূজোর ৬০ তম বর্ষে পদার্পণে এলাকার বয়স্কদের সম্বর্ধনা সভা!
হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড ভবানীপুর সবার আসর দুর্গোৎসব কমিটির ৬০তম বর্ষে দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মাধ্যমিক উচ্চমাধ্যমিকৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা সভা এবং এলাকার বয়স্কদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। হলদিয়া নিউজ চ্যানেলে কমিটির সম্পাদক স্বপন মাইতি তিনি বলেন সকালে পূর্ব মেদিনীপুর জেলার অনাথ অসহায় (হ্যান্ডিক্যাপ) বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় ৫০ জন ছেলেমেয়ে এই পুজো মন্ডপে এসেছিলেন তাদেরকেও আমরা যথাযথ সম্মান প্রদর্শন করেছি এই পূজায় চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজ হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজোর সম্মাননা পেয়ে আপ্লুত হয়ে পড়লেন কমিটির সম্পাদক স্বপন মাইতি।
No comments