হলদিয়া এইচআইটি কলেজের প্রতিষ্ঠা দিবস!পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়ায় রাজ্যের প্রথম বেসরকারি কলেজ তৈরি হয়েছিল তৎকালীন রাজ্যের বিধায়ক লক্ষ্মণ শেঠের হাত ধরে।সেই কলেজ দেখতে দেখতে প্রায় ৩০ তম বর্ষে পদার্পণ করলো ৩০ কিলো সদ…
হলদিয়া এইচআইটি কলেজের প্রতিষ্ঠা দিবস!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়ায় রাজ্যের প্রথম বেসরকারি কলেজ তৈরি হয়েছিল তৎকালীন রাজ্যের বিধায়ক লক্ষ্মণ শেঠের হাত ধরে।
সেই কলেজ দেখতে দেখতে প্রায় ৩০ তম বর্ষে পদার্পণ করলো ৩০ কিলো সদৃশ্য কেক কেটে কলেজের প্রতিষ্ঠা দিবস এবং তারই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হলদিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক আপনজন পত্রিকা পুজো উৎসব সংখ্যা প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ কলেজ চেয়ারম্যান ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ। ছিলেন মানসী দেশেঠ, স্পর্শিতা পন্ডা শেঠ, কলেজের সম্পাদক আসিস লাহিড়ী যুগ্ম সম্পাদক সুদীপ্তন শেঠ কলেজের কোষাধক্ষ্য সুদর্শন মান্না, প্রমূখ।
No comments