Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পটাশপুর দাইতলা বাজারে অবৈধ ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ, দির্ঘক্ষন পথ অবরোধে উত্তাল পটাশপুর

পটাশপুর দাইতলা বাজারে অবৈধ ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ, দির্ঘক্ষন পথ অবরোধে উত্তাল পটাশপুর
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের দাইতলা বাজারে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তাজুড়ে অবৈধভাবে পুরোনো জিনিস সংগ্রহ (ভাঙার) ব্যবসা চলানোয় বি…

 



পটাশপুর দাইতলা বাজারে অবৈধ ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ, দির্ঘক্ষন পথ অবরোধে উত্তাল পটাশপুর


পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের দাইতলা বাজারে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তাজুড়ে অবৈধভাবে পুরোনো জিনিস সংগ্রহ (ভাঙার) ব্যবসা চলানোয় বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী। অভিযোগ, এক প্রভাবশালী ব্যবসায়ী নিয়মিত রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে পুরোনো লোহা-লোট আনলোড করেন। এর ফলে লোহার টুকরো, পেরেক রাস্তায় ছড়িয়ে পড়ে, যা দিয়ে প্রতিদিন চলাচল করতে হয় সাধারণ মানুষকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে, এমনকি এম্বুলেন্সও বাধার মুখে পড়ছে।


এই সমস্যার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে এগরা–বাজকুল রাজ্য সড়কের উপর দাইতলা বাজারে পথ অবরোধে বসে স্থানীয় মানুষজন। প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চলার ফলে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে দির্গক্ষন চলে বচসা। অবসেসে পুলিশের  আশ্বাসে  অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।


এলাকাবাসীর দাবি, অবিলম্বে ওই অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে এবং রাস্তা যাতে বাধাহীনভাবে ব্যবহার করা যায় তার স্থায়ী সমাধান করতে হবে।

No comments