Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নৃবিজ্ঞান সংক্রান্ত পরিমাপ" এর দ্বারা পুষ্টিগত অবস্থা বিচার এবং পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা।

জাতীয় পুষ্টি মাসে (National Nutrition month) NSS এর উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য নৃবিজ্ঞান সংক্রান্ত পরিমাপ" এর দ্বারা পুষ্টিগত অবস্থা বিচার  এবং পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা।বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট 4এর উদ…

 




জাতীয় পুষ্টি মাসে (National Nutrition month) NSS এর উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য 

নৃবিজ্ঞান সংক্রান্ত পরিমাপ" এর দ্বারা পুষ্টিগত অবস্থা বিচার  এবং পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা।

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট 4এর উদ্যোগে এবং পুষ্টিবিজ্ঞান বিভাগ এর সহায়তায় মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় এর ছাত্রছাত্রীদের ওজন ,উচ্চতা এবং মধ্য বাহুর পরিমাপ করা হয় এবং সেইসঙ্গে  পুষ্টিকর খাদ্য সম্পর্কে ছাত্র ছাত্রীদের সচেতনতার বার্তা প্রদান করেন ও প্যাকেটজাতীয় খাদ্য থেকে বিরত থাকার কথা বলেন কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগ এর অধ্যাপিকা সুজাতা মাইতি । এনএস ইউনিট 4এর পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয় এর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা হয়।এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ভক্তিপদ দাস,পঞ্চায়েত সদস্যা রীনা দোলাই ভঞ্জ,সহশিক্ষিকা সুদীপ্তা গিরি দাস । সমগ্র  অনুষ্ঠানটি পরিকল্পনা ও রুপায়ন করেন NSS ইউনিট 4 এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা।

No comments