অসহায় মানুষদের হাতে সাহায্য তুলে দিলেন জেলাশাসক- পূর্ণেন্দু!অসহায় মানুষের হাতে পুজোর বিভিন্ন সামগ্রী তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে আলোর বেণু সংস্থার উদ্যোগে অসহায় ম…
অসহায় মানুষদের হাতে সাহায্য তুলে দিলেন জেলাশাসক- পূর্ণেন্দু!
অসহায় মানুষের হাতে পুজোর বিভিন্ন সামগ্রী তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে আলোর বেণু সংস্থার উদ্যোগে অসহায় মানুষদের বিশেষ সাহায্য তুলে দেওয়া হয়। পুজো আসছে নতুন জামা কাপড় পরার সকলের ইচ্ছা থাকে কিন্তু ইচ্ছা থাকলে উপায় থাকে না সেই সকল অসহায় দুস্থ অনাথ মানুষদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর, মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সহ হলদিয়া বিভিন্ন কারখানার আধিকারিক বৃন্দ।

No comments