হলদিয়া নিউজ, পূজা পরিক্রমা হলদিয়া দুর্গোৎসব কমিটির থিম ভাবনা " আবহমান" হলদিয়া-মেছেদা জাতীয় সড়ক ১১৬ প্রায় দু কিলোমিটার দূরে ভবানীপুর থানার অন্তর্গত। হলদিয়া দুর্গোৎসব কমিটি তাদের এবারের থিম ভাবনা আবহমান। পুজো থিম …
হলদিয়া নিউজ, পূজা পরিক্রমা হলদিয়া দুর্গোৎসব কমিটির থিম ভাবনা " আবহমান"
হলদিয়া-মেছেদা জাতীয় সড়ক ১১৬ প্রায় দু কিলোমিটার দূরে ভবানীপুর থানার অন্তর্গত। হলদিয়া দুর্গোৎসব কমিটি তাদের এবারের থিম ভাবনা আবহমান। পুজো থিম ভাবনার সাথে সাথেই দুর্গোৎসব কমিটি আলো রোশনা, চারিদিকে ঝলমল করছে যা সারারাজ্যের মানুষের নজরে কেড়েছে। হলদিয়া দুর্গোৎসব কমিটি থিম ভাবনা বৈচিত্র বৈভব সবাইকে টেক্কা দিয়েছে। গ্রাম বাংলার সাধারণ মানুষের কুঁড়েঘর মাটির চার চালা থেকে জমিদার বাড়ি এবং রাজপ্রসাদের পূজোর আনন্দ উৎসব কিভাবে সর্বত্র ছড়িয়ে পড়ে ধনী-দরিদ্র নির্দেশে সেই অনুভূতিকেই বাস্তবে তুলে ধরার চেষ্টা করেছেন। কমিটির সম্পাদক প্রণব দাস এবং কমিটির কার্যকরী শুভানুধ্যায়ী পৃষ্ঠপোষক সুদর্শন মান্না হলদিয়া নিউজ ও হলদিয়া বন্দর পত্রিকার পূজা পরিক্রমা সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানালেন। পূজো কমিটির হাতে ট্রাফি মানপত্র এবং একটি গিফট তুলে দেওয়া হয় তারই সাথে উপস্থিত দর্শক দের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাদের হাতেও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুজো কমিটির সম্পাদক প্রণব দাস বলেন আজকের হলদিয়া নিউজ ও হলদিয়া বন্দর পত্রিকার পক্ষ থেকে এই পুরস্কার দেওয়ায় আমরা সত্যিই আপ্লুত হলাম। মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পূজো মণ্ডপে ভাল কিছু উপহার দেওয়াতে আমরা আনন্দিত।” মহাসপ্তমীর সন্ধ্যায় হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় আমাদের সম্মান দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আজকের পূজো কমিটি সকল সদস্যরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকা পুজো পরিক্রমা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য পূজো পরিক্রমা তরফ থেকে পুজো কমিটির কাছে কৃতজ্ঞ।
No comments