এ আই না জানলে নতুন প্রজন্ম বিপদে পড়তে পারে!অনলাইনে নানা ধরনের প্রতারণা ঠেকাতে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা বাড়ানো এবং এবিষয়ে গবেষণাকে উৎসাহিত করতে বড়মাপের সেমিনারের আয়োজন করেছে হলদিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি(এইচআইটি) ইঞ্জিনিয়ারি…
এ আই না জানলে নতুন প্রজন্ম বিপদে পড়তে পারে!
অনলাইনে নানা ধরনের প্রতারণা ঠেকাতে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা বাড়ানো এবং এবিষয়ে গবেষণাকে উৎসাহিত করতে বড়মাপের সেমিনারের আয়োজন করেছে হলদিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি(এইচআইটি) ইঞ্জিনিয়ারিং কলেজ।১০ই সেপ্টেম্বর বুধবার এবং ১১ই সেপ্টেম্বর দুই দিন এইচআইটির তথ্যপ্রযুক্তি বিভাগে উদ্যোগে এই সেমিনার শুরু হয়। দেশে কারিগরী শিক্ষার সর্বোচ্চ সরকারি উপদেষ্টা সংস্থা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের(এআইসিটিই) সহযোগিতায় এইচআইটির তথ্যপ্রযুক্তি বিভাগ এই উদ্যোগ নিয়েছিলেন। সেমিনারের বিষয়, সাইবার ফিজিক্যাল সিস্টেম এবং সাইবার সিকিউরিটি। এদিন সেমিনারের সূচনা করেন এইচআইটি কলেজের অধ্যক্ষ তরুণকান্তি জানা। ওই সেমিনারের কোঅর্ডিনেটর সৌমেন পাল ও মৌমিতা ঘোষ বলেন, জটিল প্রযুক্তিগত বিষয়বস্তু আরও সহজবোধ্য করে তুলতে বিভিন্ন কলেজের অধ্যাপক ও গবেষক পড়ুয়াদের আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়ার জন্য 'ভানী-এআইসিটিই' কর্মসূচী শুরু হয়েছে। গতবছর থেকে সারা দেশের বিভিন্ন কলেজে এই কর্মসূচীর মাধ্যমে ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের কাজ চলছে। এবছর হলদিয়া এইচআইটি ওই কর্মসূচীতে সাইবার সিকিউরিটি নিয়ে এই সেমিনার আয়োজন করেছে। এইচআইটির তথ্যপ্রযুক্তি বিভাগ এনবিএ-র স্বীকৃত পেয়েছে। এখানে তথ্যপ্রযুক্তি নিয়ে বর্তমানে বিভিন্ন গবেষণার কাজ চলছে। এখানকার বিভিন্ন গবেষণা প্রকল্প নামী বিজ্ঞান প্রযুক্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এইচআইটির অধ্যাপক, পড়ুয়া ছাড়াও রাজ্যের আরও ১০টি কলেজের অধ্যাপক ও গবেষকরা সেমিনারে অংশ নিয়েছেন। সেমিনারে ধানবাদ আইআইটি, সিকিম ও দুর্গাপুর এনআইটি, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ দেশের নামী সংস্থার সাইবার সিকিউরিটি গবেষক, অধ্যাপক ও বিশেষজ্ঞরা দু'দিন ধরে আলোচনা করেন। সেমিনারের উদ্দেশ্য হল, সিস্টেম ডিজাইন, কন্ট্রোল, কমিউনিকেশন এবং সাইবার সিকিউরিটি বিষয়ে শিক্ষকদের জ্ঞান বাড়ানো। সেমিনারে বিশেষজ্ঞরা বাংলায় সাইবার সিকিউরিটির নানা প্রযুক্তিগত ও ব্যবহারিক দিক নিয়ে বাংলা ভাষায় আলোচনা ও প্রশ্নোত্তর আদানপ্রদান করেন। ছিলেন সিকিম এনআইটির অধ্যাপক সংগ্রাম রায় বলেন, এভাবে আঞ্চলিক ভাষার মাধ্যমে প্রযুক্তি সংক্রান্ত আলোচনার ফলে দেশ জুড়ে অধ্যাপক ও গবেষকদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা আদানপ্রদান আরও সহজ হবে। সাইবার সিকিউরিটি প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল ভারতের লক্ষ্যে এগতে সাইবার সিকিউরিটির বিষয়ে আরও বেশি মানুষকে সচেতন করতে হবে। তিনি দেশ জুড়ে সাইবার প্রতারণা নিয়ে খুবই উদ্বিগ্ন। এর দু'টি উপায় রয়েছে। সেমিনারের মাধ্যমে আরও বেশি রিসোর্স পার্সন তৈরি হচ্ছে। এরা সামাজিক সচেতনতার কাজ করবেন। পাশাপাশি সাইবার সিকিউরিটি বাড়াতে গবেষণাও দরকার কলেজগুলিতে। সেবিষয়ে এই সেমিনারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এদিন সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাংখ্যায়ন চৌধুরী, ডেটা সায়েন্টিস্ট অনিন্দ্য শঙ্কর শুক্লা, ম্যাকাউটের অধ্যাপক দেবাশিস গিরি প্রমুখ।
No comments