বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ওছানি অপারেশন ও চশমা বিতরণ!
অনাথবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ওছানি অপারেশন ও চশমা বিতরণ! পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে …
বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ওছানি অপারেশন ও চশমা বিতরণ!
অনাথবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা ওছানি অপারেশন ও চশমা বিতরণ!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে ভূমিপুত্র কৃত্তিবাস জানা তার উদ্যোগেই এলাকার মানুষদের সুস্থ সবল রাখতেই তার অভিনব উদ্যোগ প্রায় প্রতি তিন মাস অন্তর চক্ষু পরীক্ষা শিবির যাদের ছানি চিহ্নিত হয় তাদের ছানি অপারেশন এবং যাদের চশমার প্রয়োজন হয় তাদের বিনা পয়সায় চশমা দেওয়া হয়। ২১শে সেপ্টেম্বর রবিবার আজ সকাল থেকে এলাকার মানুষদের উপস্থিতিতে শিবির উদ্বোধন হয়। শিবিরে গ্রামের বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । শিবিরে প্রায় ৭৫ জন মানুষ এলেন চোখ দেখালেন এবং তারই মধ্যে প্রায় ২৫ জনের ছানি অপারেশনের চিহ্নিত হয়েছেন। তাদেরকে নিজস্ব গাড়িতে করে নিয়ে গেলেন মেদিনীপুর সদরের হাসপাতালে চক্ষু পরীক্ষার করে অপারেশন করার জন্য। অপারেশন হয়ে গেলে পুনরায় আগামীকাল তাদেরকে তাদের বাড়িতেই পৌঁছে দেবেন বলে জানালেন। যাদের চশমার জন্য চিহ্নিতকরণ করা হয়েছে তাদের চশমা তৈরি হয়েগেলে ফোন করে তাদের হাতেই পৌছে দেবে চশমা। চক্ষু পরীক্ষা ছানি অপারেশন চশমা বিতরণ নয় আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে উপস্থিত ছিলেন থ্যালেসিমিয়া আক্রান্ত বড়বাড়ি গ্রামের দু বছরের নবজাতক শিশু। তার বন মেরো ট্রান্সফার করতে হবে ইতিমধ্যে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহু মানুষ তাদের পরিবারের আহ্বানে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে অনাথ বন্ধু ওয়েফেয়ার সোসাইটি সম্পাদক কৃত্তিবাস বাবু তার উদ্যোগে তার বন্ধু বান্ধব ২৫ হাজার টাকা খুলে দিলেন চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠানে। তবে পরিবারের তরফে তার মা মীনাক্ষী মাইতি বাবার নাম শ্রীকৃষ্ণ মাইতি তাদের পুত্র অসুস্থ। অসুস্থ পুত্রের জীবন ভিক্ষা করে যাতে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তার পুত্রকে যাতে সুস্থ করা যায় তার জন্য আবেদন করলেন।
No comments