সুতাহাটায় অজ্ঞাত গাড়ি থেকে উদ্ধার হল ২৫০ কেজি বাজি!স্বাধীনতার সংগ্রামের অন্যতম সুতাহাটা থানা, সেই থানা এলাকায় প্রতিনিয়ত প্রায় একটি অজ্ঞাত গাড়ি আসতো এলাকার মানুষের সন্দেহ দেখা দেয় অবশেষে সুতাহাটা থানায় খবর দেয় সুতাহাটা থা…
সুতাহাটায় অজ্ঞাত গাড়ি থেকে উদ্ধার হল ২৫০ কেজি বাজি!
স্বাধীনতার সংগ্রামের অন্যতম সুতাহাটা থানা, সেই থানা এলাকায় প্রতিনিয়ত প্রায় একটি অজ্ঞাত গাড়ি আসতো এলাকার মানুষের সন্দেহ দেখা দেয় অবশেষে সুতাহাটা থানায় খবর দেয় সুতাহাটা থানার পুলিশ সেই গাড়িটিকে আটক করে বিশেষ সূত্রে জানা যায় সেই গাড়ি থেকে প্রায় ২৫০ কেজি বাজি উদ্ধার হয়। গাড়ির এক হেলপারকে গ্রেফতার করে তাকে ৮ই আগস্ট আজ হলদিয়া মহকুমার আদালতে তোলা হলে তার জামিন মনজুর হয়।
No comments