রাজ্য বিধানসভার ইনফরমেশন টেকনোলজি এণ্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ডিং কমিটি হলদিয়াতে!পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সহ হলদিয়া গ্লোবাল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে রাজ্য বিধানসভার ইনফরমেশন টেকনোলজি এন্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ড…
রাজ্য বিধানসভার ইনফরমেশন টেকনোলজি এণ্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ডিং কমিটি হলদিয়াতে!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সহ হলদিয়া গ্লোবাল ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে রাজ্য বিধানসভার ইনফরমেশন টেকনোলজি এন্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সদস্যের প্রতিনিধি দল এলেন। প্রতিনিধি দলের সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং কলেজের তরফ থেকে বিশদভাবে কলেজের পড়াশুনা এবং কলেজের ফ্যাকাল্টি ছাত্র-ছাত্রীসহ কলেজের পঠন পাঠন বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন কলেজের প্রিন্সিপাল বিক্রম জিৎ চৌধুরী।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/IpFPs9iNa2M
স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রিয়া পাল সংবাদ মাধ্যমে জানালেন গত দুদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পলিটেকনিক কলেজ ঘুরে দেখেছেন। তাদের পঠন পাঠন জন্য কি কি সমস্যা রয়েছে সেগুলি খতিয়ে দেখলেন এবং অবশেষে আজ বিকালে ডি এম পূর্ব মেদিনীপুর জেলা শাসকের সঙ্গে মিলিত হবেন। কোন কলেজের কি ডিমান্ড রয়েছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন।
হলদিয়া গ্লোবাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ভাইস চেয়ারম্যান স্পর্শিতা পন্ডা শেঠ জানালেন উনারা এসেছেন আমরা সাধ্যমত উনাদের স্বাগত জানিয়েছি। তবে আমাদের এই মুহূর্তে কলেজের সমস্যা সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কলেজের উন্নয়নে অসুবিধা হচ্ছে। যাতে আমাদের কলেজের এডমিশন ফ্রি বাড়ানো যায় তার জন্য আমরা স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কাছে আবেদন করব। আজকের এই প্রতিনিধি দলের সভায় উপস্থিত ছিলেন হলদিয়া আই কেয়ার সম্পাদক আসিস লাহিড়ী, হলদিয়া ল কলেজ ভাইস চেয়ারম্যান সুদীপ্তন শেঠ, হলদি আই কেয়ার সহ-সম্পাদক সায়ন্তন শেঠ এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকাগন ছিলেন রেজিস্টার সুবিমল দাস প্রমূখ।
No comments