হঠাৎ কেন ? দু'দিনের সফরে হলদিয়া এলেন কলকাতাস্থ আমেরিকার কনসাল জেনারেল ক্যাথারিন জাইস ডিয়াজ! মঙ্গলবার ১২ই আগষ্ট দু'দিনের সফরে হলদিয়া এলেন কলকাতাস্থ আমেরিকার কনসাল জেনারেল ক্যাথারিন জাইস ডিয়াজ।
সূত্রে জানা যায়,এদিন সকাল…
হঠাৎ কেন ? দু'দিনের সফরে হলদিয়া এলেন কলকাতাস্থ আমেরিকার কনসাল জেনারেল ক্যাথারিন জাইস ডিয়াজ!
মঙ্গলবার ১২ই আগষ্ট দু'দিনের সফরে হলদিয়া এলেন কলকাতাস্থ আমেরিকার কনসাল জেনারেল ক্যাথারিন জাইস ডিয়াজ।
সূত্রে জানা যায়,এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ হলদিয়া বন্দরে আসেন। বিশেষ সূত্রে জানা যায়, বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ারে আধিকারিক সঙ্গে মিলিত হন। এরপর তিনি যান ডক এরিয়া ভিজিটে। কীভাবে বন্দরে বিভিন্ন জেটিতে পণ্য ওঠানামা করে তা দেখান হয়। ডক এরিয়া ঘুরে তিনি লক গেট এরিয়ায় যান। দেশের মধ্যে একমাত্র নদীভিত্তিক মেজর পোর্ট যেখানে এই লকগেটের মাধ্যমে জাহাজ চলাচল করে। বন্দরের আধিকারিকদের ফোনকরে পাওয়া যায়নি, তবে জানা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে হলদিয়া বন্দর যে নিবিড় যোগাযোগ এবং পণ্য চলাচল করে সেনিয়ে তথ্য জানতে চায় আমেরিকান কনসাল। কীভাবে এবছর বন্দরে রেকর্ড পণ্য ওঠানামা করেছে তা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। মাঝসমুদ্রে ট্রান্সলোডিং সিস্টেম সম্পর্কে উনি আগ্রহ দেখান।
বিজ্ঞাপন:
এরপর আমেরিকান কনসাল হলদিয়া থেকে বারানসী পর্যন্ত নদীপথে পণ্য চলাচলের জন্য তৈরি ইনল্যান্ড ওয়াটারওয়েজের জেটি ঘুরে দেখেন। সন্ধে নাগাদ তিনি হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একঘন্টার বেশি সময় বৈঠক করেন। তাঁকে ফুল ও দামী শাল দিয়ে স্বাগত জানান এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় কর, চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর এবং ভাইস চেয়ারম্যান সাধন জানা প্রমূখ। আমেরিকা কনসাল জেনারেল ক্যাথারিন জাইলস ডিয়াজ ভারতের বেশ কয়েকটি রাজ্যে দায়িত্বে রয়েছেন আমেরিকার কনসাল্ট হিসেবে আজ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহরের হলদিয়া বন্দর ঘুরিয়ে দেখেন। হলদিয়াতে উন্নয়ন পর্ষদের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করেন বিশেষ করে মহিলাদের কর্মসংস্থা নিয়ে তিনি আলোচনা করেন। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় কিভাবে গ্রীন সিটি তৈরি হয়েছে সে বিষয় নিয়েও আলোকপাত করেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের বিভিন্ন আধিকারিকগণ ও সিইও কোন্থম সুধীর হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা এবং চেয়ারম্যান জ্যোতির্ময় কর।
No comments