Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কলেজে ভর্তির মেরিট লিস্ট ও জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দ্রুত প্রকাশের দাবীতে তমলুকে বিক্ষোভ!

কলেজে ভর্তির মেরিট লিস্ট ও জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দ্রুত প্রকাশের দাবীতে তমলুকে বিক্ষোভ!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ৩ মাস অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও স্নাতকে ভর্তি প্রক্রিয়া এখনও পর্যন্ত শ…

 




কলেজে ভর্তির মেরিট লিস্ট ও জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দ্রুত প্রকাশের দাবীতে তমলুকে বিক্ষোভ!

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ৩ মাস অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও স্নাতকে ভর্তি প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু করেনি রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। গত ৭ আগস্ট মেরিট লিস্ট প্রকাশের কথা থাকলেও হঠাৎ করে সেই দিন মেরিট লিস্ট প্রকাশ করেনি উচ্চ শিক্ষা দপ্তর। কেন মেরিট লিস্ট প্রকাশ হলো না তার যথাযথ উত্তরও উচ্চ শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী দেননি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফলও এখনো প্রকাশিত হয়নি। এর বিরুদ্ধে আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ধিক্কার মিছিল ও সভা হয়। AIDSO পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদিকা নিরুপমা বক্সি বলেন, "উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তিন মাস অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও কলেজে ভর্তির মেরিট লিস্ট এবং জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট না বেরোনোর কারণে হাজার হাজার উদ্বিগ্ন ছাত্র-ছাত্রীদের এক প্রকার বাধ্য হচ্ছে বিপুল অর্থের বিনিময়ে বেসরকারি সমস্ত কলেজে ভর্তি হতে। আবার আমরা দেখেছি, উচ্চশিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী সরকারি কলেজে ভর্তির আবেদনে ৬ লক্ষ আসন ফাঁকা। আমরা আশঙ্কা প্রকাশ করছি, যেভাবে স্নাতক স্তরে ভর্তি নিয়ে টালবাহানা করছে রাজ্য সরকার এর ফলে আরো সাধারণ ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা থেকে মুখ ফেরাবে এবং আরো আসন ফাঁকা পড়ে থাকবে। আমরা রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের কাছে দাবি করছি, সমস্ত রকম টালবাহানা বন্ধ করে অবিলম্বে স্নাতকে আবেদন করা সমস্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যবস্থা করে দ্রুততার সাথে কলেজগুলোতে ক্লাস শুরু করতে হবে। না হলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।"



No comments