Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭৯ তম স্বাধীনতা দিবসে রাজীব ফাউন্ডেশন এর উদ্যোগে চারা গাছ বিতরণ

৭৯ তম স্বাধীনতা দিবসে রাজীব ফাউন্ডেশন এর উদ্যোগে চারা গাছ বিতরণ!আজ ১৫ ই আগস্ট ৭৯ তম স্বাধীনতা দিবস প্রাক্কালে রাজীব ফাউন্ডেশন এর উদ্যোগে এলাকা  দুঃস্থ ছাত্রছাত্রীদের ১০০ জনের পড়াশোনার সমস্ত খরচ দায়ভার গ্রহণ করলেন। যারা শ্বাসকষ্…

 




৭৯ তম স্বাধীনতা দিবসে রাজীব ফাউন্ডেশন এর উদ্যোগে চারা গাছ বিতরণ!

আজ ১৫ ই আগস্ট ৭৯ তম স্বাধীনতা দিবস প্রাক্কালে রাজীব ফাউন্ডেশন এর উদ্যোগে এলাকা  দুঃস্থ ছাত্রছাত্রীদের ১০০ জনের পড়াশোনার সমস্ত খরচ দায়ভার গ্রহণ করলেন। যারা শ্বাসকষ্ট জড়িত রোগে আক্রান্ত হন তাদের চিকিৎসার দায়িত্ব এবং হলদিয়া থেকে কলিকাতা অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার অঙ্গীকার করে আজ রাজীব ফাউন্ডেশন এর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/P1Bt6-rScwc


 ফাউন্ডেশন এর সম্পাদক প্রণব সামন্ত বলেন গত কয়েক বছর আগেই রাজিব মন্ডল বাবা তখন মন্ডল পথ দুর্ঘটনায় পরলোক গমন করেন। তারই স্মৃতির উদ্দেশ্যেই এই ফাউন্ডেশন তৈরি হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান হয়েছেন প্রয়াত ও রাজীব মন্ডল এর বাবা তপন মন্ডল। প্রয়াত ও রাজীব মন্ডল এর স্মৃতির উদ্দেশ্যে কে সামনে রেখেই আমাদের এই কর্মকান্ড। আজকের এই দিবসে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসিত বরণ ব্যানার্জি হলদিয়া বিধায়ক তাপসী মন্ডল, সহরী রোজগার যোজনা চেয়ারম্যান শ্যামল মাইতি সাঁতারু পূজা দাস হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান প্রাক্তন কাউন্সিলর পম্পা প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের সাংবাদিক মুখোমুখি হলেন রাজীব ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক প্রণব সামন্ত।

No comments