"শহীদ দিবস" পালনে জাতীয় কংগ্রেস আজ তমলুকে জেলা কংগ্রেস কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্রের উপস্থিতিতে তমলুক শহর কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় ভারত ছাড়ো আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জান…
"শহীদ দিবস" পালনে জাতীয় কংগ্রেস
আজ তমলুকে জেলা কংগ্রেস কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্রের উপস্থিতিতে তমলুক শহর কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় ভারত ছাড়ো আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে "শহীদ দিবস" পালন করা হয়।
এছাড়াও যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেসের অবদান, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণ করতে গিয়ে মানস করমহাপাত্র বলেন, কারা ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধে গিয়ে ব্রিটিশদের সহযোগিতা করছিল সেটা জেনে ভারতের আসল শত্রুদের চিহ্নিত করা দরকার।এই কর্মসূচিতে অংশগ্রহণ করেনজেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বারিদবরন মহান্তি, সম্পাদক জয়ন্ত চৌধুরী, সুকুমার পট্টনায়ক, জেলা যুব কংগ্রেসের সভাপতি সেক মাতিন, সহ সভাপতি সামিউর রহমান, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান সেক জিয়াদ , ওবিসি সেলের চেয়ারম্যান চিন্ময় মন্ডল, তমলুক মহকুমা কংগ্রেসের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা কংগ্রেসের নেতা তরুণ সামন্ত, তুহিন চৌধুরী, সফিরুদ্দিন খান, স্বপন রায়, মহিলা নেত্রী মৌসুমী ত্রিপাঠী, তমলুক শহর কংগ্রেস সভাপতি সুরজিৎ ত্রিপাঠী, তমলুক ব্লক কংগ্রেসের সভাপতি তপন মাইতি এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবর্গ।
No comments