জেলায় চালু অত্যাধুনিক মানের বায়ো- টয়লেট!মেগাসিটি গুলির সাথে পাল্লা দিয়ে এবার পূর্ব মেদিনীপুর জেলাতেও চালু হল অত্যাধুনিকমানের বায়ো টয়লেট। প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই বায়ো টয়লেট তুলে দেওয়া হল পূর্ব মেদিনীপুর জেল…
জেলায় চালু অত্যাধুনিক মানের বায়ো- টয়লেট!
মেগাসিটি গুলির সাথে পাল্লা দিয়ে এবার পূর্ব মেদিনীপুর জেলাতেও চালু হল অত্যাধুনিকমানের বায়ো টয়লেট। প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই বায়ো টয়লেট তুলে দেওয়া হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের হাতে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/XhZcY4yFDrU
মূলত পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অত্যাধুনিক মানের এই বায়ো টয়লেট। সম্প্রতি হলদিয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি(সিএসআর) ফান্ড থেকে এই বায়ো টয়লেট প্রদানের উদ্যোগ নেওয়া হয়। সেই মতো পেট্রোনাসের তরফ থেকে প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে অত্যাধুনিক মানের এই বায়ো টয়লেট। যার ডাইজেস্টার ট্যাঙ্কে থাকছে বিশেষ ব্যবস্থা। পরিবেশের ওপর কোনো রকম কুপ্রভাব না ফেলে অ্যানায়োরবিক ব্যাকটেরিয়ার সাহায্যে কঠিন বর্জ্যকে জল এবং গ্যাসে পরিণত করতে সক্ষম হবে। এতদিন মূলত কলকাতা ও শহরতলিতে এই ধরনের বায়ো টয়লেট দেখা যেতো। জনবহুল বিভিন্ন কর্মসূচিতে যার ব্যবহার লক্ষ্য করা গেছে। এবার জেলাতেও চালু হল এই অত্যাধুনিক মানের বায়ো টয়লেট। মহিলা পুলিশদের ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা নেবে এই বিশেষ ব্যবস্থা। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “এটি একটি অত্যাধুনিক মানের বায়ো টয়লেট। একটি পরিবেশ দূষণ থেকে রক্ষা করবে। এবার থেকে এই বায়ো টয়লেট বিভিন্ন স্থানে পৌঁছে যাবে। মূলত মহিলা এবং বয়স্কদের জন্য এই বায়ো টয়লেট বিশেষ ভূমিকা নেবে।”
এই বায়ো টয়লেটের মধ্যে মোট চারটি কেবিন রয়েছে। সেগুলি মূলত মহিলা এবং বয়স্করা ব্যবহার করতে পারবেন। এবার থেকে জেলার বিভিন্ন মেলা কিংবা জনবহুল কর্মসূচিতে পৌঁছে যাবে এই বায়ো টয়লেট। ইন্ডিয়ান অয়েল পেট্রোনাসের এই বায়ো টয়লেট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) নিখিল আগরওয়াল, ইন্ডিয়ান ওয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেডের সিইও পঙ্কজ কুমার, চিপ ম্যানেজার সঞ্জীব দত্ত, ডেপুটি ম্যানেজার ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস লিমিটেড রত্না চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পঙ্কজ কুমার বলেন, “আমরা সিএসআর ফান্ডের মাধ্যমে স্যানিটেশন, এডুকেশন সহ বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। তারই মধ্যে আজ আমরা এই বায়ো টয়লেট জেলা পুলিশের হাতে তুলে দিলাম।” এছাড়াও শিল্পশহর হলদিয়ার বিভিন্ন এলাকায় রক্তদান শিবির চক্ষু পরীক্ষা চক্ষু ছানি অপারেশন স্কুলে আসবাবপত্র বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস লিমিটেড চিপ ম্যানেজার সঞ্জীব দত্ত এবং ডেপুটি ম্যানেজার রত্না চ্যাটার্জী।
—
No comments