মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা করলেন হলদিয়া মহকুমার হাসপাতালের ডি আর ডব্লিউ কর্মচারী ফেডারেশন!রাজ্যে স্বাস্থ্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করেছেন ইতিমধ্যে বিভিন্ন মহকুমার এলাকায় …
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা করলেন হলদিয়া মহকুমার হাসপাতালের ডি আর ডব্লিউ কর্মচারী ফেডারেশন!
রাজ্যে স্বাস্থ্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করেছেন ইতিমধ্যে বিভিন্ন মহকুমার এলাকায় হাসপাতালকে সুপার স্পেশালিস্ট হাসপাতাল হিসেবে তৈরি করার উদ্যোগ নিয়েছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Gn4hUh3xmzA
হাসপাতালের যারা ডেলি হিসেবে কাজ করতেন রোগীদের সেবা সুশ্রূষা করার জন্য তাদের বেতন নিম্ন মানের ছিল ২০১৩ সালে তাদের বেতন ছিল 50 টাকা মাত্র। ২০১৪ সালে ৮০ টাকা।আর সেই টাকা নিয়েই তাদের সংসার পরিজন চালাতে হতো। যদিও প্রতিবছর কখনো কুড়ি টাকা কখনো ৩০ টাকা করে এই বেতন বৃদ্ধি হয়েছে গতকাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে। সেখানেই হাসপাতালের কর্মীদের আবেদন ছিল তাদের বেতন বৃদ্ধি করার জন্য সেই আবেদনে সাড়া দিয়ে এক ধাক্কায় ১৯১ টাকা বাড়িয়ে এখন বেতন হল ৩২৯ টাকা আর সেজন্যই আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করে হলদিয়া মহকুমার হাসপাতালে মিছিল করলেন ডি আর ডব্লিউ কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য তথা পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শ্যামল কুমার পট্টনায়ক তিনি বলেন যারা প্রতিনিয়ত মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা সুশ্রূষা করেন তাদের বেতন ন্যূনতম ছিল সেই ভেতরে পরিকাঠামোকেও উন্নয়ন করার জন্য রোগী কল্যাণ সমিতির কাছে আবেদন করা হয় সেই আবেদনের সাড়া দিয়ে কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন সে জন্যই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী মহোদয় কে ধন্যবাদ জ্ঞাপন সভা করলাম। তিনি আরো বলেন হাসপাতালে there w কর্মচারীদের যার যেরকম কাজের জন্য নেওয়া হয়েছে তারা ঠিক সেই কাজগুলো করবেন রোগীর সঙ্গে টলি ঠেলার জন্য তাদের পরিবার কেন করবে ?
বিজ্ঞাপন
যারা (DRW) সদস্য রয়েছেন তারা সেই কাজ করবে। নিজের এবারের মত মনে করে সেই কাজ করার নির্দেশ দিলেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার হাসপাতালের সরকারি কর্মচারী সহ পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্ব বর্গ। ডেলিগেটেড ওয়ার্কার (DRW) সকল কর্মচারীদের কি নির্দেশ দিলেন জেলা সভাপতি শ্যামল কুমার পট্টনায়ক।
No comments