Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাপুজী মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন ও ২৬ তম বার্ষিক সাধারণ সভা!

বাপুজী মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন ও ২৬ তম বার্ষিক সাধারণ সভা!ভারতছাড়ো আন্দোলনের সূচনা দিবস এবং হলদিয়া ব্রজলালচক মহাত্মা গান্ধী স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে বাপুজীর মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভ…

 



বাপুজী মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন ও ২৬ তম বার্ষিক সাধারণ সভা!

ভারতছাড়ো আন্দোলনের সূচনা দিবস এবং হলদিয়া ব্রজলালচক মহাত্মা গান্ধী স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে বাপুজীর মূর্তি প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ ৯ ই আগস্ট নাগাসাকি দিবস। এছাড়া সৌভ্রাতৃত্বের মেলবন্ধন সম্প্রীতি বজায় রাখতে রাখি বন্ধন উৎসব।

সকালে বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুল, দক্ষিণচক হাই স্কুল এবং ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় ১১৬ জাতীয় সড়ক মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে। প্রায় ৪ কিলোমিটার প্রভাত ফেরির পর বাপুজীর নিজস্ব কুঠিরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকের দিনে তাৎপর্য বিষয় নিয়ে উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি, ডঃ সুদ্ধাত জী মহারাজ, ডঃ সুজন কুমার বালা , বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত,ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দ, দক্ষিন চক হাই স্কুলের প্রধান শিক্ষক শীর্ষেন্দু দাস অধিকারী প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন চকদ্বীপা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সমিতির সভাপতি শীতল কুমার বিশ্বাস, সভায় সঞ্চালনা করেন মহাত্মা গান্ধী স্মৃতির রক্ষা সমিতির সম্পাদক আলোক রঞ্জন দাস। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি সমিতির পক্ষ থেকে বিশেষ করে ৩০শে জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস, ২রা অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী, ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস মূলত পালন করা হয়।আজ সাধারণ সভা থেকে মহাত্মা গান্ধী স্মৃতি রক্ষা সমিতির কার্যকরী সমিতির ১৭ জনের একটি কমিটি তৈরি হল। সভাপতি হয়েছেন শীতল কুমার বিশ্বাস কার্যকরী সভাপতি মদনমোহন সেন সহ-সভাপতি সুজন কুমার বালা, সহসভাপতি নির্মল কুমার ত্রিপাঠী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোক রঞ্জন দাশ, শক্তি প্রসাদ শাসমল অমূল্য চরণ পাল সহ-সভাপতি কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন অসিত বরণ জানা, পঞ্চানন আদক শ্রীমতি আরতি মেটিয়া রূপনারায়ণ মাঝি, হরিহর বেরা, জয়ন্ত কুমার দাস, সন্দীপ দাস , সমীরণ শাসমল, শান্তনু বিশ্বাস , গৌর পদ গিরি।

No comments